Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খুঁটি পুজোর মধ্য দিয়ে সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু

খুঁটি পুজোর মধ্য দিয়ে সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু পানিপারুল নিউ ইয়ং স্টার ক্লাবেরপূর্ব মেদিনীপুর জেলার এগরা–২ নম্বর ব্লকের অন্তর্গত পানিপারুল গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য পানিপারুল নিউ ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে খুঁটি পুজোর মধ্য দি…

 



খুঁটি পুজোর মধ্য দিয়ে সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু পানিপারুল নিউ ইয়ং স্টার ক্লাবের

পূর্ব মেদিনীপুর জেলার এগরা–২ নম্বর ব্লকের অন্তর্গত পানিপারুল গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য পানিপারুল নিউ ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এবছরের সরস্বতী পুজোর প্রস্তুতি। ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই খুঁটি পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

ক্লাব সূত্রে জানা গেছে, এবছর মধ্য পানিপারুলের ঐতিহাসিক মাঠে অনুষ্ঠিত হতে চলেছে সরস্বতী পুজো। দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হিসেবে পুজো মণ্ডপের থিম রাখা হয়েছে ‘সেল্ফি জোন’, যা তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল বয়সের মানুষের নজর কাড়বে বলে আশা উদ্যোক্তাদের।

পুজোর ক’দিন ধরে থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। এর মধ্যে রয়েছে নরনারায়ণ সেবা, লোকসংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং দর্শকদের বাড়তি আকর্ষণের জন্য যাত্রা অনুষ্ঠান। প্রতিটি আয়োজনই পরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যাতে পুজোর দিনগুলোতে এলাকার মানুষ আনন্দে মেতে উঠতে পারেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরের সরস্বতী পুজোর মোট বাজেট ধরা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা। ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই পুজো সাফল্যের সঙ্গে সম্পন্ন হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

সব মিলিয়ে ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির সুন্দর মেলবন্ধনে পানিপারুল নিউ ইয়ং স্টার ক্লাবের এবছরের সরস্বতী পুজো যে এলাকার অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

No comments