সিঙ্গুরে মোদির ভাষণ চলাকালীন বিক্ষোভ জমি রক্ষা কমিটির সিঙ্গুর মোদি সমাজ স্থলের আদুরে ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনা টাকা দাবি উঠল স্লোগান। ২৬শে বঙ্গজয়ের অভিপ্রায় রাজ্যে অন্যতম আলোচিত এলাকা সিঙ্গুরের জনসভা করলেন প্রধানমন্ত্…
সিঙ্গুরে মোদির ভাষণ চলাকালীন বিক্ষোভ জমি রক্ষা কমিটির
সিঙ্গুর মোদি সমাজ স্থলের আদুরে ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনা টাকা দাবি উঠল স্লোগান।
২৬শে বঙ্গজয়ের অভিপ্রায় রাজ্যে অন্যতম আলোচিত এলাকা সিঙ্গুরের জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিল্প ফেরানো নিয়ে সরাসরি কোন ঘোষণা না করলেও তৃণমূলের বিরুদ্ধে বিষোদাগার করে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। রবিবার সিঙ্গুরের জনসভা থেকে মোদির এই হুংকারের মাঝেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে পোস্টার হাতে বিক্ষোভ নামলেন সিঙ্গুরের কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা। একশ দিনের টাকা থেকে আবাস যোজনা আমজনতার প্রাপ্য বকেয়া কেন আটকে রেখেছে কেন্দ্র এই প্রশ্ন তুলে নরেন্দ্র মোদির জবাবদিহি চাওয়া হয়েছে এই বিক্ষোভে। উঠেছে গো ব্যাক স্লোগানও বলাই বাহুল্য জমি রক্ষা কমিটির এই বৃক্ষমের কিছুটা হলেও তাল কাটলো মোদীর জনসভা।
আসলে রাজ্যের কৃষি বিপ্লবের ইতিহাসে শিমুর একটা বড় অধ্যায়। বাম আমলে শিল্প বিস্তারের স্বপ্ন নিয়ে এই সিঙ্গুরেই টাটা গোষ্ঠীর হাত ধরে গাড়ি কারখানা তৈরি করতে চেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার জন্য সিঙ্গুরে ফলনশীল কৃষি জমি কৃষকদের হাত থেকে কেড়ে কার্যত ভিলেন হয়ে যান তিনি। নিজেদের জমি রক্ষায় বড়োসড় আন্দোলনের নামের কৃষকরা। যা বদলে দিয়েছিল রাজ্যের জমি আন্দোলনের ইতিহাস। নেতৃত্বে ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের চাপে পিছু হটতে বাধ্য হয় বামফ্রন্ট সরকার। সিঙ্গুর থেকে গাড়ি কারখানার প্রকল্প গুজরাটে সরিয়ে নিয়ে যায় টাটা গোষ্ঠী। সেই সময় গুজরাটে মুখ্যমন্ত্রী পদে নরেন্দ্র মোদি। এরপর সিঙ্গুরের ভূমি হয়ে পড়ে বন্ধ্যা। শিল্প স্থাপনের চেষ্টায় কৃষি জমিতে খোঁড়াখুঁড়ি ফলে যে ক্ষতি হয়েছিল তা মেটানো যায়নি এখনও। সময়ের চাকা ঘুরতে গুজরাটে তৎকালীন মুখ্যমন্ত্রী এখন দেশের প্রধানমন্ত্রী। তিনি এসেছেন শিউরের জনসভা করতে টাটা দূর অস্ত্র শিল্প ফেরানো নিয়ে ক্ষীনতম সম্ভাবনার কোথাও তিনি বলেননি। এমতাবস্থায় মোদি, বিরোধী বিক্ষোভে সোচ্চার হলেন জমি রক্ষা কমিটির সদস্যরা। তা অবশ্য নিজেদের প্রাপ্য বকেয়া দাবিতে এতদিন ধরে বারবার বাংলার দরিদ্র কৃষক শ্রমিকদের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব হয়েছে শাসক দল তৃণমূল।
মোদী ভাষণ চলাকালীন সভাস্থলের অদূরেই সেই দাবী তুললেন সিঙ্গুরের শ্রমিক কৃষকরা। সকাল থেকেই সুপুরের বাজে মেলিয়া রতনপুর খাসেরভেড়ি, রূপনারায়ণপুর গ্রামে গো ব্যাক মোদী পোস্টার ছেয়ে গিয়েছিল। আর বিকেলে বাজে মেলিয়ার মাঠে বিক্ষোভ প্রতিবাদ চলে। এই নিয়ে শিমুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দমোহন ঘোষ বলেন প্রধানমন্ত্রী জুমলাবাজ। খালি মিথ্যা প্রতিশ্রুতি দেন। ডবল ইঞ্জিন সরকার এলে কাজ করবেন বলেছেন, তিনি আদৌ কিছু করবেন না।
No comments