বিদ্যুৎ গ্রাহকদের দাবীদাওয়া নিয়ে কর্মশালা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন ঘাটাল ডিভিশনাল কমিটির আহ্বানে ঘাটালের গৌরায় বিদ্যুৎ গ্রাহক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রিপেইড স্মার্ট মিটার বাতি…
বিদ্যুৎ গ্রাহকদের দাবীদাওয়া নিয়ে কর্মশালা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন ঘাটাল ডিভিশনাল কমিটির আহ্বানে ঘাটালের গৌরায় বিদ্যুৎ গ্রাহক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রিপেইড স্মার্ট মিটার বাতিল,গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল-২০২৫ বাতিল, কৃষিতে ও গৃহস্থ বিদ্যুৎ গ্রাহকদের ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবীতে, বাড়তি ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ বাতিলের দাবীতে গৌরার শহীদ স্মৃতি এস কে ইউ এস লিঃ এর সভাগৃহে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অ্যাবেকার ধারাবাহিক আন্দোলনের ইতিহাস,আন্দোলনের দাবী আদায় বিষয়ক আলোচনা করেন অ্যাবেকার সহ:সভাপতি অমল মাইতি,বর্তমানে গ্রাহক সমস্যা ও আইনি রক্ষা কবচের পথ এই বিষয়ে আলোচনা করেন অ্যাবেকার সম্পাদকমণ্ডলীর সদস্য শঙ্কর মালাকার। স্মার্ট মিটার, ফিক্সড চার্জ, মিনিমাম চার্জ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন আলোচনা করেন অ্যাবেকার রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন জেলার সভাপতি ও সম্পাদক মধুসূদন মান্না ও অশোক ঘোষ।
সমগ্র কর্মশালা টি সঞ্চালনা করেন অসিত সরকার ও সভাপতিত্ব করেন সুভাষচন্দ্র মান্না। কর্মশালার পর একটি মিছিল গৌরা গঞ্জ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।

No comments