Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পিপলস পার্লামন্টের সমর্থনে মেচেদায় পথসভা

পিপলস পার্লামন্টের সমর্থনে মেচেদায় পথসভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি প্রতিরোধে আগামী ২৪শে জানুয়ারি কর্নাটকের ব্যাঙ্গালোর শহরে অনুষ্ঠিত হবে পিপলস পার্লামেন্ট। এই পার্লামেন্টে শিক্ষাস্বার্থবিরোধ…

 



পিপলস পার্লামন্টের সমর্থনে মেচেদায় পথসভা

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি প্রতিরোধে আগামী ২৪শে জানুয়ারি কর্নাটকের ব্যাঙ্গালোর শহরে অনুষ্ঠিত হবে পিপলস পার্লামেন্ট। এই পার্লামেন্টে শিক্ষাস্বার্থবিরোধী জাতীয় শিক্ষানীতি-২০২০ প্রত্যাহারের দাবিতে এবং পিপলস এডুকেশন পলিসি চালুর বিষয়ে বিতর্ক সভা অনুষ্ঠিত হবে। এই পার্লামেন্টকে সমর্থন জানিয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব, রেমিলা থাপার এবং প্রাক্তন  সাংসদ জহর সরকার প্রমুখ। সারা দেশ জুড়ে পিপলস পার্লামেন্টের সমর্থনে প্রচার চলছে। মেছেদাতে আজ ৯ই জানুয়ারী সারা ভারত সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে পাঁচমাথা মোড়ে (ফাইভ পয়েন্টে)একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আনন্দ হান্ডা, স্নেহাংশু সাউ,জন্মেজয় মান্না,শচীন মান্না প্রমুখ।



No comments