সত্যেন্দ্র নাথ বসুর ১৩২তম জন্মবার্ষিকীতে এগরায় বিজ্ঞানচর্চার মিলনমেলা!ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনে একদিনের বিশেষ বিজ্ঞান সেমিনার।প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের বিজ্ঞান বিষয়ক বিশেষ সেমিনারের…
সত্যেন্দ্র নাথ বসুর ১৩২তম জন্মবার্ষিকীতে এগরায় বিজ্ঞানচর্চার মিলনমেলা!
ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনে একদিনের বিশেষ বিজ্ঞান সেমিনার।প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের বিজ্ঞান বিষয়ক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটির উদ্যোগে এবং ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনের সহযোগিতায় স্থানীয় হাইস্কুলের সভাগৃহে এই কর্মসূচির আয়োজন করা হয়। মূলত শিক্ষা ও ছাত্রছাত্রীদের কেরিয়ার গঠনের লক্ষ্যে আয়োজিত এই সেমিনারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিশেষভাবে ছাত্রছাত্রীদের মননশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের উপর জোর দেওয়া হয়।
এদিন সেমিনারে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বিশিষ্ট বিজ্ঞানী ও অধ্যাপকরা উপস্থিত থেকে তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন জাপানের টোকিওস্থিত নিহোন ইউনিভার্সিটির কেমিস্ট্রি ও সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর ডক্টর জো ওতসুকি, মুম্বাইয়ের প্রফেসর ডক্টর সমর রায়চৌধুরী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চিত্তরঞ্জন সিনহা ও প্রফেসর গৌরিশঙ্কর মহাপাত্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবনের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস, শিক্ষক নির্মল কুমার শীট ও শেখ রাকিব আলি-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
স্কুল সূত্রে জানা গেছে, এদিনের সেমিনারে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজিক্যাল সায়েন্স—এই তিনটি বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়। বিজ্ঞান শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের কেরিয়ার গঠনে এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে বলেই অভিজ্ঞমহলের মত।

No comments