ময়নার তৃণমূল নেতাকে লাইটপোস্টে বেঁধে গণপিটুনি,ময়না থানায় ৬ জনের নামে অভিযোগ দায়
ময়নার মল্লিকমোড় এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ ও ল্যাম্প পোস্টে বেঁধে গণপিটুনির ঘটনা ঘটলো শুক্রবার রাতে।স্থ…
ময়নার তৃণমূল নেতাকে লাইটপোস্টে বেঁধে গণপিটুনি,ময়না থানায় ৬ জনের নামে অভিযোগ দায়
ময়নার মল্লিকমোড় এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ ও ল্যাম্প পোস্টে বেঁধে গণপিটুনির ঘটনা ঘটলো শুক্রবার রাতে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল নেতারা সবসময় তোলা তুলতে ব্যস্ত। আতাউর নামক একজন গরিব মানুষকে বাড়ি করে দেওয়ার নামে তোলা চেয়েছিল ওই বন ও ভূমি কর্মাধ্যক্ষ।কিন্তু আতাউর সেই টাকা না দিয়ে একটি খাস জায়গায় বাড়ি তুলছিল।সেই বাড়ি ভাঙচুর করতে যান সন্দীপন।ঘটনা জানতে পেরে স্থানীয় লোক ক্ষেপে গিয়ে গণপিটুনি দেয় ওই নেতাকে।এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফসল।
তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি তারা খেলা দেখে বাড়ি ফিরছিলেন সেই সময় দেখেন একটি মসজিদের সামনে কিছু অসামাজিক লোক জোর করে দখল করে রেখেছিল।তাদের উচ্ছেদ করতে গেলে সন্দীপনের সাথে তর্কাতর্কি হয় তাদের।তারপরেই তারা ঘিরে ধরে ল্যাম্প পোস্টে বেঁধে ওই নেতাকে মারধোর করে।আধা ঘন্টা পর উদ্ধার করে ওই নেতাকে স্থানীয় ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।ময়না থানায় ৬ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ওই নেতাকে বর্তমানে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।
No comments