অভিষেক ব্যানার্জির সভা ঘিরে চলছে প্রস্তুতি
১৫ ই জানুয়ারি হলদিয়া আসবেন অভিষেক ব্যানার্জি। হলদিয়া সংহতি ময়দানে চলছে জোর প্রস্তুতির কাজ। কর্মী সমর্থকদের মান ভাঙানোর কাজ চলছে। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে গেটে …
অভিষেক ব্যানার্জির সভা ঘিরে চলছে প্রস্তুতি
১৫ ই জানুয়ারি হলদিয়া আসবেন অভিষেক ব্যানার্জি। হলদিয়া সংহতি ময়দানে চলছে জোর প্রস্তুতির কাজ। কর্মী সমর্থকদের মান ভাঙানোর কাজ চলছে। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে গেটে সভা করছেন তৃণমূল কংগ্রেস। হলদিয়া পুরাতন যারা কর্মী ছিলেন তাদেরকে নিয়ে সভা করছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন কর্মী বলেন দশ মাস আগে বিরোধীদল থেকে বিধায়ক আসার ফলে বিধায়ক তার নিজের মতো করে দল চালানোর চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি আসবে বলেই আমাদের ডেকে মন ভাঙ্গানোর কাজ করছে। সংহতি ময়দানে পরিষ্কারের কাজ চলছে জোর কদমে। আজ ময়দানে এসপিজি টিম হলদিয়া সংহতি ময়দান পর্যবেক্ষণ করে দেখলেন। হলদিয়াতে আসবে বলেই তৃণমূল কংগ্রেস মহিলা কমিটি পাড়ায় পাড়ায় মহিলা বৈঠক করছেন তারই সঙ্গেই উন্নয়নের পাঁচালী প্রচার করছেন। মহিলা বৈঠকে এলাকার জল নিকাশী লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রশ্ন করছেন বলে জানালেন হলদিয়া শহর মহিলা তৃণমূল কংগ্রেস সহ সভানেত্রী কবিতা প্রামানিক।

No comments