হীরক জয়ন্তী সমাপ্তি বর্ষে রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যালয়গত ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান। আন্ত বিদ্যালয়…
হীরক জয়ন্তী সমাপ্তি বর্ষে রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যালয়
গত ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান। আন্ত বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা, বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নাগরিক ম সুরক্ষা প্রদানে বিষয় নিয়ে আলোচনা, মেডিকেলে ভেজাল যুক্ত রংবেরঙের খাওয়ার এ বিষয়ে একটি আলোচনা চক্র, এবং নাট্য উৎসব, চৈতন্যপুর শহীদ পাঠাগারে অনুষ্ঠিত হয়। আজ ১৪ই জানুয়ারি বুধবার শোভাযাত্রা সহকারে হীরক জয়ন্তী সমাপ্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয় সহকারী পরিদর্শক হলদিয়া বিমান বিহারী জানা, অশোক কুমার মাঝি, তপন জানা ,জয়ন্ত কুমার দে ,প্রণব বেরা, রবীন্দ্রনাথ বেরা, সায়ন্তনী সাহা, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে প্রিন্সিপাল মানবেন্দ্র সাহু, মনিন্দ্র নাথ গায়েন, সাংবাদিক দুর্গাপদ মিশ্র প্রমূখ। স্কুলের প্রধান শিক্ষক ও সহশিক্ষক সৌমেন্দু শেখর মিদ্যা, সুকুমার মাইতি জানালেন আগামী ১৬ জানুয়ারি প্রাক্তনী পুনর্মিলন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে হীরক জয়ন্তী বর্ষ।
No comments