Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৮ তম বার্ষিক মিলন উৎসব "মৈত্রী ২০২৫" তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে

১৮ তম বার্ষিক মিলন উৎসব "মৈত্রী ২০২৫" তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে তমলুকের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির ১৮ তম বার্ষিক মিলন উৎসব "মৈত্রী ২০২৫" অনুষ্ঠিত হলো ত…

 



১৮ তম বার্ষিক মিলন উৎসব "মৈত্রী ২০২৫" তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে 

তমলুকের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির ১৮ তম বার্ষিক মিলন উৎসব "মৈত্রী ২০২৫" অনুষ্ঠিত হলো তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে । এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডা: বিভাস রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় চঞ্চল কুমার খাঁড়া ,চেয়ারম্যান - তাম্রলিপ্ত পৌরসভা, মাননীয় নারায়ন কর-  বিশিষ্ট শিল্পপতি ,কলেজের পরিচালন কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুহিত,কলেজের সম্পাদক শেখ খাইরুল ইসলাম, কলেজের প্রিন্সিপাল ডঃ নমিতা কর্মকার, কলেজের পরিচালন কমিটির সদস্য শেখ জিয়াউল ইসলাম প্রমূখ।

এই অনুষ্ঠানে সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার দিয়ে তুলে দেওয়ার পাশাপাশি সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী মৌসম মুখার্জি। 

কলেজের পরিচালন কমিটির সম্পাদক শেখ খাইরুল ইসলাম বলেন -  এই বছর আমাদের কলেজের বার্ষিক অনুষ্ঠান ১৮ তম বর্ষে পদার্পণ করেছে ।২০০৭ সাল থেকে এই কলেজের পথ চলা শুরু হয়েছিল। এই কলেজ থেকে হাজার হাজার ছাত্রছাত্রী পাশ করার পরে তারা বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে  উচ্চপদে কর্মরত রয়েছে। এখানে যে সমস্ত চাকুরি মুখী কোর্স গুলি করানো হয় সেগুলি বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সময়োপযোগী। শিক্ষাদানের পাশাপাশি আমরা বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজও করে থাকি সারা বছর ধরে, পূর্ব মেদিনীপুর সহ পার্শ্ববর্তী জেলা গুলিতে। তার মতে উল্লেখযোগ্য হল রক্তদান শিবির, বৃক্ষরোপণ,ডেঙ্গু বিজয় কর্মসূচি ,স্বচ্ছ ভারত ইত্যাদি!

No comments