বিধানসভা নির্বাচনের আগে ডায়ামণ্ড হারবার মডেল এ নন্দীগ্রামে সেবাশ্রয় ঘুরে দেখবেন অভিষেক
রাস্তায় গাড়ি নেই সমস্যায় সাধারণ মানুষ কি বললেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি- অশোকঅভিষেক ব্যানার্জীর জন্মদিন সেবাশ্রয় 2 ঘোষণা করেছিলেন…
বিধানসভা নির্বাচনের আগে ডায়ামণ্ড হারবার মডেল এ নন্দীগ্রামে সেবাশ্রয় ঘুরে দেখবেন অভিষেক
রাস্তায় গাড়ি নেই সমস্যায় সাধারণ মানুষ কি বললেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি- অশোক
অভিষেক ব্যানার্জীর জন্মদিন সেবাশ্রয় 2 ঘোষণা করেছিলেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় নেতৃত্ব অভিষেক ব্যানার্জি। ডায়মন্ড হারবার মডেল এ এবার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় ১৫ জানুয়ারি সেবাশ্রয় নন্দীগ্রাম এক এবং নন্দীগ্রাম দুই ব্লকে অনুষ্ঠিত হবে। তবে সূত্রে জানা যায় এই সেবাশ্রয় উদ্বোধন করবেন নন্দীগ্রামে শহীদ পরিবারের আপনজন। উপস্থিত থেকে পর্যবেক্ষণ করবেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নন্দীগ্রাম সেবাশ্রয় দেখা এবং মানুষের উপচে পড়া ভিড় সামলাতে যেমন পুলিশ মোতায়েন করা হয়েছে। হলদিয়া শিল্পাঞ্চল এবং সুতাহাটা থেকে অনেক গাড়ি তুলে নেওয়া হয়েছে নন্দীগ্রামের জন্য। পথে প্রায় শূন্য গাড়ি। সাধারণ মানুষ কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। কি জানালেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র।
No comments