Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাসপাতালের রেকর্ড রুম থেকে নথিচুরি, তদন্তে পুলিশ

হাসপাতালের রেকর্ড রুম থেকে নথিচুরি, তদন্তে পুলিশপূর্ব মেদিনীপুর জেলার চারটি মহাকুমার রয়েছে এগরা কাঁথি তমলুক এবং হলদিয়া। হলদিয়া মহকুমার হাসপাতালে রেকর্ড রুম থেকে যাবতীয় সরকারি নথি গায়েব হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হলদিয…

 



হাসপাতালের রেকর্ড রুম থেকে নথিচুরি, তদন্তে পুলিশ

পূর্ব মেদিনীপুর জেলার চারটি মহাকুমার রয়েছে এগরা কাঁথি তমলুক এবং হলদিয়া। হলদিয়া মহকুমার হাসপাতালে রেকর্ড রুম থেকে যাবতীয় সরকারি নথি গায়েব হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হলদিয়া মহকুমার হাসপাতালের পুরনো বিল্ডিংয়ের এইচডি ইউনিটের পাশে এই রেকর্ড রুম এখন কার্যত ফাঁকা। জানা যায় হাসপাতালের প্রায় তিন দশকের যাবতীয় ম্যানুয়েল রিপোর্ট ওই রুম থেকে চুরি হয়েছে বলে অভিযোগ। মহাকুমা হাসপাতালের পরিকাঠামোর বেহাল দশা পরিষেবার ঘাটতি চিকিৎসকদের ডিউটি নিয়ে বারবার অভিযোগ ওঠে। এল হাসপাতালের রেকর্ড রুম থেকে গুরুত্বপূর্ণ সমস্ত নথি গায়েব হওয়ার অভিযোগ। ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে। হাসপাতালের সুপার রেকর্ড রুম থেকে চুরি ও বেআইনিভাবে নথি সারানোর কথা উল্লেখ করে দুর্গাচক থানায় লিখিত অভিযোগ দায় করেছেন। থানার পুলিশ তদন্ত শুরু করেছেন। হাসপাতাল নিয়ে জেলা স্বাস্থ্য প্রশাসন ফের বিলম্ব নয় পড়েছে তা পরিষ্কার। মাতাল সূত্রে জানা গিয়েছে ওই রেকর্ড রুমের জানালার বেহাল লোহার গ্রি ল গেট ভেঙে সমস্ত নথি চুরি করা হয়েছে। ওই রুমের দরজা আক্ষুণ্য রয়েছে দরজার তালা ভাঙ্গা হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে সমস্ত অফিশিয়াল রেকর্ডের নথি চুরি হয়েছে। এরমধ্যে রোগীদের মেডিকেল ফাইল মেডিকো লিগেল কেস রেজিস্টার প্রশাসনিক যাবতীয় নথি গায়েব হয়েছে। হাসপাতালে এক আধিকারিক বলেন ওই ঘটনার বার্থ সার্টিফিকেট ইস্যু করতে গিয়ে সমস্যায় পড়তে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। জানা গিয়েছে ২০২২ সাল থেকে বাথ সার্টিফিকেটগুলি ডিজিটাল হয়েছে। তার আগে ডিজিটাল করার কাজ চলছিল। কিন্তু তার আগেই সব খোয়া গেল। মেডিকেল লিগেল কেস এর নথির চুরি হওয়ার সবচেয়ে বেশি বিপাকে পড়বে হাসপাতাল কর্তৃপক্ষ। আইনের নথির চুরি হওয়ায় সমস্যা তৈরি হবে। তাছাড়াও প্রশাসনিক নথিক গায়েব হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতাল সুপার মাহাতো বলেন ওই রেকর্ড রুমের সমস্ত নথি চুরি হয়েছে। একটি রুমেও কিছু তথ্য রয়েছে। চলছে সুপার এর রুমের ঠিক পাশেই রেকর্ডরুম কিভাবে চুরি হল। দরজা-জানালার অবস্থা কি বেহাল তা স্বীকার করেছেন সকলেই তবে নতুন হাসপাতাল বিল্ডিং তৈরির পর পুরানো বিল্ডিং নজরদারি কম হচ্ছিল তার স্পষ্ট করেছেন স্বাস্থ্য কর্মীরাই।

No comments