Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় সড়ক(মুম্বাই রোড)-এ

১৬ নম্বর জাতীয় সড়ক(মুম্বাই রোড)-এ জিঞাদা বাজার সংলগ্ন স্থানে ফের ভয়াবহ দুর্ঘটনা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : গাড়ির ড্রাইভার মদ্যপ অবস্থায় গাড়ী চালাচ্ছে কিনা,ব্রেথ অ্যানালাইজার দিয়ে নিয়মিত ড্রাইভারের স্বাস্থ্য পরীক্ষার দাবী…

 



১৬ নম্বর জাতীয় সড়ক(মুম্বাই রোড)-এ জিঞাদা বাজার সংলগ্ন স্থানে ফের ভয়াবহ দুর্ঘটনা 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : গাড়ির ড্রাইভার মদ্যপ অবস্থায় গাড়ী চালাচ্ছে কিনা,ব্রেথ অ্যানালাইজার দিয়ে নিয়মিত ড্রাইভারের স্বাস্থ্য পরীক্ষার দাবী। গতকাল রাত্রি সাড়ে ১০ টা নাগাত ১৬ নম্বর জাতীয় সড়ক(মুম্বাই রোড)-এ জিঞাদা বাজার সংলগ্ন স্থানে ফের এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গেছে,কয়েকদিন আগে থেকে ওই স্থানে একটি খারাপ হয়ে যাওয়া গাড়ি দাঁড়িয়েছিল। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গার্ডরেল দিয়ে ওই গাড়িটিকে ঘিরে রাখা হয়েছিল। এই অবস্থায় একটি ডাম্পার গাড়ীর ড্রাইভার মদ্যপ অবস্থায় ওই গাড়ীকে রক্ষা করতে গিয়ে একটি চা দোকান ও দুটি ট্রান্সফরমারে সজোরে ধাক্কা মারে। রাত্রিতে ঐ দূুর্ঘটনা ঘটায় কেউ হতাহত হননি। 

নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন, মুম্বাই রোডে এই ধরনের দুর্ঘটনা নিত্যনৈমিত্তিকভাবে ঘটে চলেছে। গত বছর ওই জাতীয় সড়কে মেছোগ্রাম-সিদ্ধা-জিঞাদাতে অনুরূপ দুর্ঘটনা ঘটেছিল। মেচগ্রাম ও সিদ্ধাতে কয়েকজন মারাও গিয়েছিল। গাড়ির ড্রাইভার মদ্যপ অবস্থায় গাড়ী চালাচ্ছে কিনা,ব্রেথ অ্যানালাইজার দিয়ে নিয়মিত ড্রাইভারের স্বাস্থ্য পরীক্ষার দাবী জানান নারায়ণবাবু।



No comments