Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জীবিত ৩৪৩ ভোটারের নাম বাদ দিতে গিয়ে ৭ নম্বর ফরম ফিলাপ শ্রীঘরে-বিজেপি নেতা

জীবিত ৩৪৩ ভোটারের নাম বাদ দিতে গিয়ে ৭ নম্বর ফরম ফিলাপ শ্রীঘরে-বিজেপি নেতাভোটার তালিকা থেকে জীবিতদের নাম বাদ দিতে গিয়ে ৭ নম্বর ফর্ম ফিলাপ করেছিলেন তমলুকে পিতুলসাহা গ্রামের অমিত মন্ডল সূত্রে জানা যায় তিনি বিজেপি নেতাও বটে। এমন ক…

 



জীবিত ৩৪৩ ভোটারের নাম বাদ দিতে গিয়ে ৭ নম্বর ফরম ফিলাপ শ্রীঘরে-বিজেপি নেতা

ভোটার তালিকা থেকে জীবিতদের নাম বাদ দিতে গিয়ে ৭ নম্বর ফর্ম ফিলাপ করেছিলেন তমলুকে পিতুলসাহা গ্রামের অমিত মন্ডল সূত্রে জানা যায় তিনি বিজেপি নেতাও বটে। এমন কাণ্ড করে অবশেষে শ্রীঘরে ঠাই হলো তার। অমিত মন্ডল তমলুকের পদুমবসানের ২৪২ নম্বর বুথের ৩৪৩ জনের নামে ৭ নম্বর ফর্ম জমা করেছিলেন। যার মধ্যে খোদ ওই বুথের বি এল ও পরিবারের একাধিক লোকের নামও ছিল। ২৪২ নম্বর বুথে বিএলও আসফাক আলী বেগ জানতে পারেন  তার পরিবারের বেশ কয়েকজনের নামে ফরম ৭ নম্বর জমা পড়েছে তার মধ্যে রয়েছেন তার মা শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা আরজুমান লায়লা সহ তার ভাই বোন আরো অনেকে। জানতে পেরে তিনি প্রশাসনে দ্বারস্ত হন। এফ আই আর দায়ের হওয়ার পরেই গ্রেফতার হন ওই বিজেপি নেতা। তবে প্রশ্ন যে বুথে ৩৪৩ জনের নাম বাদ দিতে চেয়েছিলেন অভিযুক্ত।  সেই বুথ থেকে তার বাড়ি প্রায় ১২ কিলোমিটার দূরে। কিসের ভিত্তিতে ফর্ম ৭ দাখিল করলেন তিনি সেই উত্তর খুজছেন জেলা প্রশাসন।

No comments