Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প কথা নাট্যগোষ্ঠীর নিজস্ব নাট্যমঞ্চের উদ্বোধন

শিল্প কথা নাট্যগোষ্ঠীর নিজস্ব নাট্যমঞ্চের উদ্বোধনলোকো সংস্কৃতি হল নাটক । যেকোনো ধরনের নাটক পরিবেশনায় যা সরাসরি একটি মঞ্চে দর্শকদের সামনে অভিনয় করে দেখানো হয়। যেখানে অভিনেতা অভিনেত্রীরা সংলাপ ও অঙ্গভঙ্গির মাধ্যমে গল্প পরিবেশন ক…

 

শিল্প কথা নাট্যগোষ্ঠীর নিজস্ব নাট্যমঞ্চের উদ্বোধন

লোকো সংস্কৃতি হল নাটক । যেকোনো ধরনের নাটক পরিবেশনায় যা সরাসরি একটি মঞ্চে দর্শকদের সামনে অভিনয় করে দেখানো হয়। যেখানে অভিনেতা অভিনেত্রীরা সংলাপ ও অঙ্গভঙ্গির মাধ্যমে গল্প পরিবেশন করেন এবং এতে মঞ্চসজ্জা আলো ও শব্দ ব্যবহার করা হয় এর উৎস প্রাচীন সংস্কৃতি নাটক থেকে যা ধীরে ধীরে বাংলা পল্লী সংস্কৃতি ধারার সাথে মিশে একটি স্বতন্ত্র রূপ ধারণ করেছে। নাটক এমন একটি যা সরাসরি দর্শকদের সামনে মঞ্চে অভিনীত হয় যা চলচ্চিত্র বা টেলিভিশন থেকে আলাদা। নাটকের মূল অংশ সংলাপ হলেও এতে চরিত্রদের নড়াচড়া পোশাক আলো এবং মঞ্চের বিন্যাস বোঝানোর জন্য নির্দেশনা থাকে। আটক প্রাচীনকাল থেকেই বিকশিত হয়েছে কলিকাতার গিরিশচন্দ্র ঘোষ এর মত ব্যক্তিত্তরা একে পেশাদার রূপ দেন। নাটক পরিচালক মঞ্চসজ্জা এবং দর্শক প্রতিক্রিয়া সবকিছু মিলে একটি সম্পূর্ণ রূপ শিল্প। বর্তমানে লোকশিল্প যাত্রা থিয়েটার নাটক চলচ্চিত্র এইগুলিকেই মানুষ ভেবে আসতেন ধীরে ধীরে যাত্রা শিল্প প্রায় ধ্বংসের পথে। এখন থিয়েটার বা নাটক লোকশিল্পকে বাঁচিয়ে রেখেছে। নাটক  শিল্পকে বাঁচিয়ে রাখতে নাটকের মঞ্চ মহিষাদল বিধানসভার অন্তর্গত লক্ষ্যা গ্রামেই নাটককে ভালবেসে নিজের বাড়ির ছাদেই নাটকের মঞ্চ তৈরি করলেন। তোর স্বর্গীয় পঞ্চানন মেমোরিয়াল এই প্রেক্ষাগৃহে সুস্থ ও সাংস্কৃতি বাঁচিয়ে রাখতে নাটক গান আবৃত্তি নিত্য বিভিন্ন শিল্পী এই মঞ্চে মঞ্চস্থ করতে পারবেন বলে জানালেন শিল্পকথা  নাট্যদলের কর্ণধার এবং পঞ্চানন স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট এর অন্যতম সদস্য উত্তম দাস। আজকের এই নাট্য মঞ্চের উদ্বোধনে এসে বিভিন্ন মানুষ তাদের প্রতিক্রিয়া জানালেন এবং সর্বশেষে দুটি নাটক পরিবেশিত হল। কি বললেন শিল্প কথা নাট্যগোষ্ঠীর অন্যতম কর্ণধার উত্তম দাস।

No comments