Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একদিনের সফরে এলেন হলদিয়াতে বিধানসভা পাবলিক একাউন্ট ২১ সদস্যের স্ট্যান্ডিং কমিটি

পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক অ্যাকাউন্ট স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল হলদিয়াতে
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া লালবাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানায় একদিনের সফরে এলেন হলদিয়াতে বিধানসভা পাবলিক একাউন্ট ২১ সদস্যের স্ট্যান্ডিং কমিটি,…

 


পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক অ্যাকাউন্ট স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল হলদিয়াতে


পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া লালবাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানায় একদিনের সফরে এলেন হলদিয়াতে বিধানসভা পাবলিক একাউন্ট ২১ সদস্যের স্ট্যান্ডিং কমিটি, চেয়ারম্যান ছিলেন সুমন কাঞ্জিলাল।

শিল্প শহরে গত মাসেই দূষণের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল কারখানাগুলি। হলদিয়া শিল্পাঞ্চল ধীরে ধীরে কারখানা বৃদ্ধি পেয়েছে নতুন কারখানা না হলেও যেসকল কারখানা রয়েছে তার এক্সটেনশন হয়েছে অনেক। সেই সকল কারখানা চলতে গিয়ে কোন সমস্যায় পড়ছে কিনা। সরকারি নিয়ম মেনে কারখানাগুলো চলছে কিনা। কারখানা চালাতে গিয়ে যদি কোন সমস্যা থাকে সেই বিষয়গুলি জানার জন্য আজকের সারপ্রাইজড ভিজিটে এলেন রাজ্য বিধানসভার পাবলিক একাউন্ট স্ট্যান্ডিং কমিটি। আজ হলদিয়ার বেশ কয়েকটি কারখানা পরিদর্শনের করলেন। লালবাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেড আধিকারিকদের সঙ্গে কথোপকথন হয় এবং পরবর্তী এক এবং আগামী দু'নম্বর ইউনিট পর্যবেক্ষণে যান। লালবাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেড ডাইরেক্টর অমিত ধানুকা নিকুঞ্জ ধানুকা নীতিশ ধানুকা ছাড়াও উপস্থিত ছিলেন গোপা কুমার ভার্মা, অভিজিৎ পালিয়া অরিন্দম চ্যাটার্জী পার্থ চ্যাটার্জী গুরুকুল প্রিন্সিপাল। অমিত ধানুকা জানালাম প্ল্যানিং কমিটির সদস্যরা যে সকল বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন আমরা যথাযথ তাদের প্রশ্নের উত্তর দিয়েছি এবং বিশেষ করে আইটিআই এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদের গুরুকুলের ট্রেনিং দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি। আজকের এই স্ট্যান্ডিং কমিটির ২১ সদস্য চেয়ারম্যান ছিলেন সুমন কাঞ্জিলাল এবং সুমন চক্রবর্তী।

No comments