ইসকন মন্দিরে চলছে ফুড ফেস্টিভ্যাল ৩রা জানুয়ারি রয়েছে বিশেষ অনুষ্ঠানহলদিয়া বন বিষ্ণুপুরে অবস্থিত ইসকন মন্দির সেই মন্দিরে প্রত্যেক বছরের ন্যায় এ বছর শুরু হয়েছিল খাদ্য রসিকদের জন্য ফুড ফেস্টিভেল। থাকছে বিরিয়ানি, চাওমিন, চপ, বে…
ইসকন মন্দিরে চলছে ফুড ফেস্টিভ্যাল ৩রা জানুয়ারি রয়েছে বিশেষ অনুষ্ঠান
হলদিয়া বন বিষ্ণুপুরে অবস্থিত ইসকন মন্দির সেই মন্দিরে প্রত্যেক বছরের ন্যায় এ বছর শুরু হয়েছিল খাদ্য রসিকদের জন্য ফুড ফেস্টিভেল। থাকছে বিরিয়ানি, চাওমিন, চপ, বেগুনি পাপড় এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন তবে মধুমের রোগীদের জন্য রয়েছে সুগার ফ্রি মিষ্টান্ন আছে ফুচকা। এছাড়া ইসকন মন্দিরে বিগ্রহে রয়েছে জগন্নাথ বলরাম মাতা সুভদ্রা রয়েছে শ্রী প্রভুপাদ এছাড়া ও কৃষ্ণ ও রাধিকার বিগ্রহ। প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয় । বছরের শেষ প্রান্তে ২৫শে ডিসেম্বর২৫ থেকে শুরু হয়েছে চলবে ৩রা জানুয়ারি ২০২৬ পর্যন্ত। খাদ্য রসিকদের জন্য বিভিন্ন ধরনের খাদ্যের সম্ভার নিয়ে ইসকন ভক্তরা তারা ফুড ফেস্টিভলের আয়োজন করে থাকেন তবে পৌষ পার্বণের পিঠে পুলি না হলে তো আর ভালো লাগেনা। তাই ফুড ফেস্টিভ্যাল রয়েছে বিভিন্ন ধরনের পিঠে পুলি আর তার সাথে পাল্লা দিয়ে অন্যান্য বেকারীদের কেকের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সুস্বাদু কেক। আগামী ৩রা জানুয়ারি ভগবান জগন্নাথ বলরাম এবং মাতা সুভদ্রা এবং শ্রী প্রভুপাদ ও কৃষ্ণ রাধিকার বিদ্রোহকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে। পুষ্প-বিগ্রহ দেখার জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য সকলকে আহ্বান জানালেন মন্দিরের সেবায়েত রাজরাজেশ্বর দাস।

No comments