Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফের রহস্যময় হ্যান্ডবিল ঘিরে তুমুল রাজনৈতিক তোলপাড়

এগরায় ফের রহস্যময় হ্যান্ডবিল ঘিরে তুমুল রাজনৈতিক তোলপাড়চেয়ারম্যান স্বপন নায়কের সমর্থনে প্রশ্নবাণ— প্রকাশ্যে তৃণমূলের অন্দরের ফাটল?পুরবোর্ড গঠন থেকে শুরু করে অনাস্থা প্রস্তাব— একের পর এক রাজনৈতিক টানাপোড়েনে আগেই উত্তপ্ত ছিল এগরা প…

 




এগরায় ফের রহস্যময় হ্যান্ডবিল ঘিরে তুমুল রাজনৈতিক তোলপাড়

চেয়ারম্যান স্বপন নায়কের সমর্থনে প্রশ্নবাণ— প্রকাশ্যে তৃণমূলের অন্দরের ফাটল?পুরবোর্ড গঠন থেকে শুরু করে অনাস্থা প্রস্তাব— একের পর এক রাজনৈতিক টানাপোড়েনে আগেই উত্তপ্ত ছিল এগরা পৌরসভা। এবার সেই উত্তাপে নতুন করে ঘি ঢালল শহরজুড়ে ছড়িয়ে পড়া রহস্যময় হ্যান্ডবিল। তৃণমূল কংগ্রেসের প্রতীক সংবলিত এই হ্যান্ডবিলগুলিতে সরাসরি পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের সমর্থনে সওয়াল করা হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও জল্পনা।

হ্যান্ডবিলে কী বার্তা?

বৃহস্পতিবার সকালে এগরা শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সাদা কাগজে নীল কালিতে ছাপা এই হ্যান্ডবিল নজরে আসে সাধারণ মানুষের।

হ্যান্ডবিলের শিরোনামে বড় হরফে লেখা প্রশ্ন—

“এগরা তুমি কার?”

এরপর তোলা হয়েছে তিনটি তীক্ষ্ণ প্রশ্ন—

দলের নির্দেশ অমান্য করা সত্ত্বেও কেন চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি?

এগরা পৌরবাসীর সম্পত্তি বিশ্রামাগার দখলমুক্ত করার চেষ্টার কারণেই কি চেয়ারম্যানকে এই ‘শাস্তি’র মুখে পড়তে হচ্ছে?

অনাস্থা ভোটে পরাজয় নিশ্চিত জেনেই কি তাঁর বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলা হয়েছে?

হ্যান্ডবিলের নিচে সৌজন্যে লেখা—

“এগরা শহর তৃণমূল কংগ্রেস”।

অনাস্থা থেকে হ্যান্ডবিল— বিতর্কের পেছনের কাহিনি

প্রসঙ্গত, সম্প্রতি এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূল কংগ্রেসেরই ছয়জন কাউন্সিলর। আস্থা ভোটের দিন নাটকীয় মোড় নেয় পরিস্থিতি।

তৃণমূলের অভিযোগ, ভোটের আগের রাতে অবৈধভাবে পৌরসভা কার্যালয়ে প্রবেশ করেছিলেন চেয়ারম্যান। সেই অভিযোগ তুলে ভোটাভুটিতে অংশ নেয়নি শাসক দলের একাংশ।

এরপর থেকেই শহরজুড়ে কখনো চেয়ারম্যানের সমর্থনে, আবার কখনো বিরোধিতায় পোস্টার, ব্যানার ও লিফলেট পড়তে দেখা যাচ্ছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিশ্লেষণ

নতুন এই হ্যান্ডবিল ঘিরে শহরজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তৃণমূলের একাংশের দাবি, দলের মধ্যেই এমন একটি গোষ্ঠী রয়েছে যারা চেয়ারম্যানের বিরুদ্ধে ‘অন্যায্য আক্রমণ’-এর প্রতিবাদে এই প্রচার চালাচ্ছে।

অন্যদিকে বিরোধী শিবির ও তৃণমূলের আরেক অংশের মতে, এটি পরিকল্পিতভাবে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর কৌশল।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পীযুষ পন্ডা বলেন,

“কে বা কারা এই সব হ্যান্ডবিল ছড়াচ্ছে, তা আমাদের জানা নেই। হ্যান্ডবিলে কোথাও এগরা শহর তৃণমূলের সভাপতির নাম নেই।”

অন্দরের কোন্দল প্রকাশ্যে

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনাস্থা ভোটে অনুপস্থিত থাকা থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ— সব মিলিয়ে এই রহস্যময় হ্যান্ডবিল কার্যত তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলকেই প্রকাশ্যে এনে দিয়েছে।

এগরা পৌরসভার রাজনীতিতে এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

No comments