Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন করে মদের দোকান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ; আন্দোলনের প্রস্তুতি

কোলাঘাটের জিঞাদা বাজার সংলগ্ন স্থানে নতুন করে মদের দোকান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ; আন্দোলনের প্রস্তুতি
সম্প্রতি ১৬ নম্বর জাতীয় সড়ক(বোম্বে রোড)'র  জিঞাদা বাজার পার্শ্ববর্তী স্থানে নতুন করে একটি ম…

 





কোলাঘাটের জিঞাদা বাজার সংলগ্ন স্থানে নতুন করে মদের দোকান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ; আন্দোলনের প্রস্তুতি


সম্প্রতি ১৬ নম্বর জাতীয় সড়ক(বোম্বে রোড)'র  জিঞাদা বাজার পার্শ্ববর্তী স্থানে নতুন করে একটি মদের দোকান চালু করার উদ্যোগ নিয়েছে আবগারি দপ্তর। কয়েকদিন আগে ওই দোকানের মালিক ময়না দাস এলাকায় গ্রাম কমিটির লোকজনদের সাথে কথা বলতে এসেছিলেন। সে কারণে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।  

        পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির আহ্বায়ক নারায়ন চন্দ্র নায়ক বলেন,প্রায় ছয় মাস পূর্বে কোলাঘাট ব্লকের অধীনস্থ ওই স্থানে মদ দোকানটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল,তখনই এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনেরা ওই উদ্যোগের বিরুদ্ধে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি আবগারি দপ্তর সহ প্রশাসনিক আধিকারিকদের দিলে মদ দোকানের মালিক দোকান চালু থেকে বিরত হয়। গত সপ্তাহে ওই দোকান মালিক জিঞাদা গ্রাম কমিটির লোকজনদের সাথে কথা বলতে এলে ফের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। আমরা মনে করি,নতুন করে ওই স্থানে মদ দোকান খোলা হলে এলাকার সামাজিক পরিবেশ ভীষণভাবে বিঘ্নিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে আগামী ২৬ শে ডিসেম্বর,জিঞাদা দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকার সর্বস্তরের মা-বোন সহ শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের এক সভা আহ্বান করা হয়েছে। প্রস্তাবিত দোকানের খানিক দূরে রয়েছে মসজিদ,জুনিয়র  হাইস্কুল সহ প্রাইমারী স্কুল।

No comments