রেল পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির মুমূর্ষ রোগী ও থ্যালেসিমিয়া আক্রান্ত রোগীদের জন্য মানবিক হলদিয়া রেল পুলিশ উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রেল পুলিশ পক্ষ থেকে রক্ত দিলেন সকলকে ফ…
রেল পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির
মুমূর্ষ রোগী ও থ্যালেসিমিয়া আক্রান্ত রোগীদের জন্য মানবিক হলদিয়া রেল পুলিশ উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রেল পুলিশ পক্ষ থেকে রক্ত দিলেন সকলকে ফুলের তোড়া গোলাপ দিয়ে বরণ করে নিলেন হলদিয়া জি আর পি এস হলদিয়া স্টেশন ম্যানেজার সহ আধিকারিকবৃন্দ।
হলদিয়া জি.আর.পি.এস এর পরিচালনায় হলদিয়া স্টেশনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর জি.আর.পি. ডিস্ট্রিক্ট এর ডি.ওয়াই.এস.আর.পি শ্যামাপ্রসাদ সাহা,আই.আর.পি রাবণ হেমব্রম,হলদিয়া জি.আর.পি.এস.এর বড়বাবু অনিমেষ বাউরী,পাঁশকুড়া জি.আর.পি.এস.বড়বাবু জিয়াউল হক,তমলুক আর.পি.এফ এর বড়বাবু শশী চন্দ্রা,হলদিয়া জি.আর.পি এস এর এস.আই.ভোলানাথ পাল,এ.এস.আই বৃন্দ অজয় মান্না, বিদ্যুৎ কুমার চৌধুরী,মুকুন্দ পান্ডে,রবীন্দ্রনাথ কর্মকার সহ হলদিয়া জি.আর.পি.এস. এর সকল কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা।উক্ত রক্তদান শিবিরে সিভিক সহ স্থানীয় লোকজন ও রেল আধিকারিকরা রক্ত দাতা হিসেবে যোগদান করেন।হলদিয়া জি.আর.পি.এস এর বড়বাবু রক্তদান শিবিরে উপস্থিত সকল অতিথিবর্গ, স্বাস্থ্যকর্মী সহ রক্তদাতাদের ফুলের তোড়া ও গোলাপ ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।খড়গপুর জি.আর.পি.এর ডি.ওয়াই.এস.আর.পি. শ্যামাপ্রসাদ সাহা এই উদ্যোগকে সাধুবাদ জানান।
No comments