Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের ২৪ ডিসেম্বর তাঁর ১৩৫তম জন্মজয়ন্তী

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের ২৪ ডিসেম্বর তাঁর ১৩৫তম জন্মজয়ন্তী পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র ঘোষের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তিনদিনব্যাপী নানা অনুষ্ঠান শুরু হল। আগামী ২৪ ডিসেম…

 



রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের ২৪ ডিসেম্বর তাঁর ১৩৫তম জন্মজয়ন্তী

 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র ঘোষের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তিনদিনব্যাপী নানা অনুষ্ঠান শুরু হল। আগামী ২৪ ডিসেম্বর তাঁর ১৩৫তম জন্মজয়ন্তী। তার আগে সোমবার থেকেই "প্রফুল্লচন্দ্র স্মারক সমিতি" ও হলদিয়া থেকে প্রকাশিত পাক্ষিক সংবাদপত্র "হলদিয়া বন্দর" পত্রিকার উদ্যোগে নানা অনুষ্ঠান শুরু হয়েছে।  হলদিয়া পুরসভার ভাষা উদ্যানে কবিতা, আবৃত্তি, গান, ছড়া, প্রবন্ধ ও ছবি আঁকার প্রতিযোগিতা হয়। প্রফুল্লচন্দ্র ঘোষ ১৮৯১ সালের ২৪ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গের তিনটি পৃথক সরকারে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমে ১৯৪৭-১৯৪৮ সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের সরকারে, দ্বিতীয় মেয়াদে ১৯৬৭-১৯৬৮সাল পর্যন্ত প্রগতিশীল গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সরকারে এবং শেষে ১৯৭১ সালে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। গান্ধীজির শিক্ষার আদর্শে তিনি হলদিয়ার বাড়বাসুদেবপুর গ্রামে ১০একর জমির উপর তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান লোকভারতী গড়ে তোলেন। সেখানে হাতেকলমে শিক্ষাদান, আধুনিক চাষবাস ও বিজ্ঞানচর্চার পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষকে কর্মসংস্থান ও স্বনির্ভরতার পাঠ দেন। স্মারক সমিতির কর্মকর্তা দুর্গাপদ মিশ্র বলেন, লোকভারতীর সূত্রেই প্রায় ৭০বছর আগে হলদিয়ার সঙ্গে প্রফুল্লচন্দ্র ঘোষের যোগ তৈরি হয়। লোকভারতীর জমিতে সরকারি প্রকল্প গড়ার জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দিয়েছি। নবীন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্রের কর্মকাণ্ড তুলে ধরতেই ১৫বছর ধরে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন স্মারক কমিটি ও হলদিয়া বন্দর পত্রিকার তরফে পৃথ্বীশ মিশ্র, কবিতা প্রামাণিক, স্বপন মাইতি, সান্ত্বনা শেঠ, রবীন প্রামাণিক তাঁর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন শতাধিক ছাত্র-ছাত্রী চারটি গ্রুপে অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।-

No comments