হলদিয়া মহকুমার হাসপাতালে চালু হল মা ক্যান্টিন পাঁচ টাকায় মিলবে দুপুরের খাবারসাধারণ মানুষের সুবিধার্থে হলদিয়া মহকুমার হাসপাতালে ৯ ডিসেম্বর মা ক্যান্টিন চালু হল। গত কয়েক বছর থেকেই শুরু হয়েছে রাজ্য সরকার সিদ্ধান্ত অনুযায়ী জন…
হলদিয়া মহকুমার হাসপাতালে চালু হল মা ক্যান্টিন পাঁচ টাকায় মিলবে দুপুরের খাবার
সাধারণ মানুষের সুবিধার্থে হলদিয়া মহকুমার হাসপাতালে ৯ ডিসেম্বর মা ক্যান্টিন চালু হল। গত কয়েক বছর থেকেই শুরু হয়েছে রাজ্য সরকার সিদ্ধান্ত অনুযায়ী জনবহুল জায়গায় মা ক্যান্টিন। সেই মতো রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার হাসপাতালে চালু করা হলো মা ক্যান্টিন। মঙ্গলবার সকালে এই ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া মহাকুমার শাসক তথা পৌরসভার পৌর প্রশাসক তীর্থঙ্কর বিশ্বাস। উপস্থিত ছিলেন পৌরসভা এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলী,। হলদিয়া পৌরসভার ফিনান্স অফিসার দুলাল সরকার, হলদিয়া পৌরসভা হেড ক্লার্ক বুদ্ধদেব মাইতি, একাউন্টে এন ইউএল এম মহাদেব দাস, ডি ই ও অনুপম দিন্ডা, এন ইউ এল এম ডিপার্টমেন্টের আধিকারিক বৃন্দ, সহ পৌরসভার বিভিন্ন আধিকারিক বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমার হাসপাতালের ডাক্তার ও নার্স গণ। প্রতিদিন সকাল ৮'টা থেকে ১০টার মধ্যে ৫ টাকা দিয়ে কুপন সংগ্রহ করলে দুপুর একটার পর মিলবে ভাত,ডাল,সবজি ও ডিম। প্রথম পর্যায়ে প্রতিদিন ৩০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আরও বাড়ানোর ব্যবস্থা করা হবে এমনটাই জানান পৌরসভার । ৫ টাকায় দুপুরের এই খাওয়ার পাওয়ায় খুশি হাসপাতালে আসা রোগীর পরিবারের লোক থেকে সাধারণ মানুষজনেরা

No comments