টোটো এবং অটোচালক দুই গাড়ি র চালানো নিয়ে ১৮০ জন অটোচালক স্বেচ্ছায় মৃত্যু ডাক দিলেনপূর্বমেদিনীপুর জেলার সুতাহাটা থানা অন্তর্গত অটো রিক্স ইউনিয়ন সুতাহাটা এবং দুর্গাচক এলাকায় যাত্রী পরিবহন করেন প্রায় ১৮০ টি অটো রয়েছে। অটো চালক…
টোটো এবং অটোচালক দুই গাড়ি র চালানো নিয়ে ১৮০ জন অটোচালক স্বেচ্ছায় মৃত্যু ডাক দিলেন
পূর্বমেদিনীপুর জেলার সুতাহাটা থানা অন্তর্গত অটো রিক্স ইউনিয়ন সুতাহাটা এবং দুর্গাচক এলাকায় যাত্রী পরিবহন করেন প্রায় ১৮০ টি অটো রয়েছে। অটো চালকের ইউনিয়ন সম্পাদক জানান সংবাদমাধ্যমে অটোচালক দুইজন তাদের অটো বিক্রি করে ব্যাটারি চালিত টোটো গাড়ি কিনেছেন টোটো গাড়ির নির্দিষ্ট রূপ তাদের নিয়ম বেঁধে চালানোর দাবি করলেন কিন্তু দুই টোটো চালক অটোচালক পাঁচজনের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে রাস্তায় টোটো চালানো না দিলে দুই পরিবার স্বেচ্ছায় মৃত্যু করবেন বলে তারা জানিয়েছিলেন এবং সংবাদ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। আজ প্রায় ১৮০ টি অটো একত্রিত হয়ে তারা বিক্ষোভ সংঘটিত করলেন তাদের দাবি দুই টোটো চালক অন্যায় ভাবে অটোচালকদের বিরুদ্ধে মামলা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে ঝামেলায় করছেন বলে আজকে জানালেন অটো চালকের ইউনিয়ন সম্পাদক সহ কয়েকজন সদস্য বলেন টোটো এবং অটো রাজ্য সড়কে চালানোর যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে চালানোর দাবি করলেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন । এছাড়া টোটো চালকদের উপরে যে অন্যায় মামলা করা হয়েছে এবং রাস্তায় অটোচালকের নিয়মে কখনোই টোটো চালাতে পারবেনা যদি এই নিয়ম সরকারের পক্ষ থেকে না মেনে নেওয়া হয়। তাহলে তারা ১৮০ জন অটোচালক পরিবার স্বেচ্ছায় মৃত্যুবরণের ডাক দিলেন।
No comments