Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নারী নির্যাতনের বিরুদ্ধে ও নারীর মর্যাদা রক্ষায় রাজ্যব্যাপী অঙ্গীকার যাত্রা

ক্রমাগত নারী নির্যাতনের বিরুদ্ধে ও নারীর মর্যাদা রক্ষায় রাজ্যব্যাপী অঙ্গীকার যাত্রার সমর্থনে জেলা জুড়ে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান,পদযাত্রা,মশাল মিছিলসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : "জাগো নারী,জাগো বহ্নিশিখা"র ব্যান…

 




ক্রমাগত নারী নির্যাতনের বিরুদ্ধে ও নারীর মর্যাদা রক্ষায় রাজ্যব্যাপী অঙ্গীকার যাত্রার সমর্থনে জেলা জুড়ে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান,পদযাত্রা,মশাল মিছিল

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : "জাগো নারী,জাগো বহ্নিশিখা"র ব্যানারে রাজ্যজুড়ে ক্রমাগত নারী নির্যাতনের বিরুদ্ধে ৯ থেকে ১৬ই ডিসেম্বর ডাক দেওয়া হয়েছে 'অঙ্গীকার যাত্রা'। এই কর্মসূচির শুরুতে আজ ৯ ডিসেম্বর মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিনে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া,ভোগপুর,কোলাঘাট,মেচেদা,তমলুক,নোনাকুড়ি,হলদিয়া,চন্ডিপুর,মহিষাদল  প্রভৃতি স্থানে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান,পদযাত্রা ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্যের পাশাপাশি গান-আবৃত্তি-পথনাটিকা পরিবেশিত হয়। 

প্রসঙ্গত উল্লেখ্য, ঝাড়গ্রাম থেকে ২৫০'শ জন অভিযাত্রী দল পূর্ব মেদিনীপুর জেলায় ১২ ই ডিসেম্বর প্রবেশ করবে। এরপর ১৩ ই ডিসেম্বর তমলুকে সকালে ও সন্ধ্যায় মেচেদায় পদযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচিতে অংশগ্রহণ করবে। ওই কর্মসূচির প্রস্তুতিতে জেলার প্রায় সমস্ত ব্লকে গঠিত হয়েছে- অঙ্গীকার যাত্রা সহায়ক কমিটি বা অভ্যর্থনা সমিতি। বক্তারা এই অভিনব কর্মসূচিতে মহিলা সহ সর্বস্তরের জনসাধারণকে সামিল হওয়ার আহ্বান জানান। 

 অন্যদিকে মেচেদা বিদ্যাসাগর গ্রন্থাগারে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে এক মনোজ্ঞ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের সদস্য অমল মাইতি। 



No comments