Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিলাবতী নদী সংস্কারের কাজ পরিদর্শন;

শিলাবতী নদী সংস্কারের কাজ পরিদর্শন;সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :    ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী সংস্কারের প্রথম পর্যায়ের ২৩ কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। প্রায় একমাস হতে চললো সেই …

 



শিলাবতী নদী সংস্কারের কাজ পরিদর্শন;

সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :    ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী সংস্কারের প্রথম পর্যায়ের ২৩ কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। প্রায় একমাস হতে চললো সেই অর্থে এক কিলোমিটার অংশেরও কাজ সম্পূর্ণ হয়নি। ঠিকাদার রামদেবপুর ও সুজানগরের কাছে দুটি ক্রসবাঁধ দিয়েছে। সুজানগরের কাছে খানিকটা মাটি তোলা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে শিলাবতীর ১৪.১ কিলোমিটার অংশ সংস্কারের বোরোলির কাছে একটি ক্রসবাঁধ দেওয়া হয়েছে। যদিও ওই অংশের মাটি বের করবার জন্য পোর্টাল এখনো চালু হয়নি। অন্যদিকে ঘাটাল শহর সংলগ্ন স্থানে গত ৪/৫ দিন পল্টুনের সাহায্যে খানিকটা মাটি তোলা হচ্ছে। সব মিলিয়ে কাজের গতি খুবই স্লথ। 

          ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,শিলাবতী নদী সংস্কারের কাজ যেখানে যেখানে চলছে,সেই এলাকাগুলি আজ পরিদর্শনের পর দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করে কাজের গতি বাড়ানোর দাবী জানানো হয়েছে। 

পরিদর্শনের প্রতিনিধিদলে ছিলেন,কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি,কার্যকরী সভাপতি সত্য সাধন চক্রবর্তী, সহ-সম্পাদক প্রশান্ত মাজী,রামকৃষ্ণ সামন্ত প্রমুখ। 

সেচ দপ্তর সূত্রে জানা গেছে,নো কষ্ট পদ্ধতিতে পূর্বেই শিলাবতী নদীর নিম্নাংশের ২৩ কিলোমিটার,শোলাটোপা খাল সহ ৫ টি নদী ও খাল সংস্কারের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল। বর্তমানে দ্বিতীয় ধাপে শিলাবতী নদীর রামদেবপুর থেকে দাসপুর ব্লকের সীমানা বোরোলি পর্যন্ত ১৪.২ কিলোমিটার,কাটান খালের ১৬.২ কিলোমিটার, ভসরা খালের ৫.৪ কিলোমিটার,জ্যোতিসব খালের ৬.০১ কি.মি.,গোরার খালের ৬.৬ কি মি অংশ সংস্কারের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। 



No comments