ঘাটালে এস ডি ও অফিসে বিক্ষোভ-ডেপুটেশন, কালা সরকারি নির্দেশিকা পুড়িয়ে বিক্ষোভসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : আশাকর্মীদের ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন প্রদান,উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া প্রদান,কর্মরত অবস্থায় মৃত আশাকর্মী'…
ঘাটালে এস ডি ও অফিসে বিক্ষোভ-ডেপুটেশন, কালা সরকারি নির্দেশিকা পুড়িয়ে বিক্ষোভ
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : আশাকর্মীদের ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন প্রদান,উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া প্রদান,কর্মরত অবস্থায় মৃত আশাকর্মী'র পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান,বছরে ২৪ টি ছুটি,সহ ৮ দফা দাবীতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ঘাটাল মহকুমা কমিটির ডাকে আজ এস ডি ও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচি হয়। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন গত ২৩ ডিসেম্বর থেকে যে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে,তারই অঙ্গ হিসাবে এই কর্মসূচি পালিত হয়। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের গেটে সকাল ১১ টায় জমায়েত হয়ে ১২ টায় হাসপাতাল গেটে সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা কমিটির সদস্য সোনালী ঘোষ। তারপর ওই সংক্রান্ত সরকারি কালা নির্দেশিকা পোড়ানো হয়। কালা সার্কুলারে অগ্নিসংযোগ করেন মহকুমা নেতৃত্ব রীণা পণ্ডিত। তারপর মিছিল শুরু হয়। পাঁচ শতাধিক আশাকর্মী এই মিছিলে অংশ নেন। মিছিল এস ডি ও অফিসে পৌঁছে বিক্ষোভ সভা করে। জেলা কমিটির সদস্য সোনালী ঘোষের নেতৃত্বে অর্চনা মূলা,মায়াবতী দাস ও ঝর্ণা ঘোষ এই চার জনের প্রতিনিধি দল এস ডি ও 'র সাথে ডেপুটেশনে অংশ নেন। মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় ডেপুটেশন গ্রহণ করেন। তিনি দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করেন। সি এম ও এইচের কাছে পাঠাবেন বলে জানান। এস ডি ও অফিসের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কৃষ্ণা পাণ্ডা, রীনা পণ্ডিত,সুপ্তা রায়,সরিফা খাতুন,সুখতারা দণ্ডপাট প্রমুখ।

No comments