জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ চাকার গাড়ি কয়েকটি দোকানের উপরে গিয়ে পড়ল জখম ৩সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে, সারা জেলা জুড়ে। স্কুল এবং কলেজে ছাত্রছাত্রীদের দিয়ে স্বয়ংসিদ্ধা প্রকল্প বাস্তবায়িত করছেন পূর্ব মেদিনীপুর …
জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ চাকার গাড়ি কয়েকটি দোকানের উপরে গিয়ে পড়ল জখম ৩
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে, সারা জেলা জুড়ে। স্কুল এবং কলেজে ছাত্রছাত্রীদের দিয়ে স্বয়ংসিদ্ধা প্রকল্প বাস্তবায়িত করছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় বিভিন্ন থানা এলাকায়। তারপরও দিনের পর দিন ঘটে চলেছে নির্মম পথ দুর্ঘটনা। সূত্রে জানা যায় ভোর সাড়ে পাঁচটা নাগাদ হলদিয়া থেকে মেচেদা গামী ১৪ চাকার (বড় টেলার) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকান গড়ার কাছে কয়েকটি দোকান ভেঙে প্রবেশ করল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার অন্তর্গত দোকান গড়া বাস স্টপেজের কাছে। ঘাতক গাড়িটি দোকানে ঢুকে যাওয়ায় দুজন আহত এবং একজনের অবস্থা খুবই সংকরজনক বলে জানা যায়। একজন গুরুতর জখম হয়েছেন তার নাম শেখ ওবাইদুল্লাহ বয়স ৩০ দুর্গাচক থানার অন্তর্গত ঝিকুরখালি এলাকায় বসবাস করেন। সূত্রে জানা যায় এলাকার মানুষ তাদেরকে বের করে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার সিভিক ভলেন্টিয়ার আরিফ বিল্লাহ দুর্ঘটনার স্থল থেকে তাকে দুর্গাচক হাসপাতালে ভর্তি করেছেন। তবে এই ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায় এবং জাতীয় সড়ক অবরোধ হয়ে যায়। কিন্তু তৎক্ষণাৎ ভবানীপুর থানার পুলিশ পৌঁছে এবং দুর্ঘটনা স্থল থেকে ঘাতক গাড়িটিকে থানায় নিয়ে আসে তবে দুর্ঘটনা নিয়ে এখন তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।

No comments