জন শিক্ষণ সংস্থা ও ক্লোরাইড মেটালস কোম্পানির যৌথ উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য ট্রেনিং দিলেন! জন শিক্ষন সংস্থান হলদিয়া ও ক্লোরাইড মেটালস কোম্পানির যৌথ উদ্যোগে পরানচক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে বিউটি কালচার এন্ড হেলথ…
জন শিক্ষণ সংস্থা ও ক্লোরাইড মেটালস কোম্পানির যৌথ উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য ট্রেনিং দিলেন!
জন শিক্ষন সংস্থান হলদিয়া ও ক্লোরাইড মেটালস কোম্পানির যৌথ উদ্যোগে পরানচক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে বিউটি কালচার এন্ড হেলথ কেয়ার কোর্সের উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন জন শিক্ষন সংস্থার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় ও ক্লোরাইড মেটালস কোম্পানি হলদিয়ার প্ল্যান্ট হেড ( H.R.) সুরজিৎ সাহা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার শেঠ ও কোম্পানির আধিকারিক বৃন্দ। সুকুমার শেঠ বলেন বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে এলাকার মানুষের জন্য কোম্পানির এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানাই। কোম্পানির প্লান হেড সুরজিৎ বাবু বলেন শিক্ষার স্বার্থে তাদের কোম্পানি অনেক কাজ করে থাকেন। এটিও বৃত্তিমূলক প্রশিক্ষণ। তাদের আশা এই ধরনের প্রশিক্ষণ কোম্পানি সংলগ্ন এলাকার মানুষের খুব উপকার দেবে। জন শিক্ষন সংস্থার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের সংস্হা থেকে এ ধরনের প্রশিক্ষণ নিয়ে জেলার প্রচুর মহিলা স্বাবলম্বী হয়েছেন। তিনি বলেন মহিলারাই পারেন নিজের আয় বৃদ্ধি করে পরিবারের মধ্যে হাসি ফোটাতে। মহিলারা দক্ষ পরিচালক। কারন তারা পরিবারের স্বল্প আয়ের দ্বারা সংসার কে সৎ পথে সুন্দরভাবে পরিচালনা করেন। প্রশিক্ষণ টি যাহাতে সফলতার সঙ্গে শেষ হয় তার জন্য শিক্ষার্থীদের ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতার আহ্বান জানান। প্রশিক্ষণ টি ২৫ জন শিক্ষার্থী নিয়ে ৬ মাস ধরে চলতে থাকবে। অধিকর্তা মহাশয় বিদ্যালয়টির ৭৫ পূর্তি অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন। এলাকার বহু মানুষের উপস্থিতি ও কয়েকজন বিশিষ্ট সমাজ সেবীদের উপস্থিতি অনুষ্ঠানটি কে প্রানোজ্জ্বোল করে তোলে। অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সুষ্ঠু ভাবে পরিচালনা করেন সংস্থানের এ্যসিসট্যান্ট প্রোগ্রাম অফিসার শ্রী উদয় শঙ্কর মন্ডল। অনুষ্ঠান শেষে তিনি প্রধান শিক্ষক শ্রী সুকুমার শেঠ, ক্লোরাইড মেটালস কোম্পানির আধিকারিক বৃন্দ , জন শিক্ষন সংস্থানের দক্ষ অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় ও শিক্ষার্থীসহ পরানচক এলাকার সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

No comments