অঙ্গীকার যাত্রার সমর্থনে জেলা জুড়ে প্রচারসংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক :"জাগো নারী,জাগো বহ্নিশিখা"র ব্যানারে রাজ্যজুড়ে ক্রমাগত নারী নির্যাতনের বিরুদ্ধে ৯ থেকে ১৬ই ডিসেম্বর ডাক দেওয়া হয়েছে 'অঙ্গীকার যাত্রা…
অঙ্গীকার যাত্রার সমর্থনে জেলা জুড়ে প্রচার
সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক :"জাগো নারী,জাগো বহ্নিশিখা"র ব্যানারে রাজ্যজুড়ে ক্রমাগত নারী নির্যাতনের বিরুদ্ধে ৯ থেকে ১৬ই ডিসেম্বর ডাক দেওয়া হয়েছে 'অঙ্গীকার যাত্রা'। এই কর্মসূচিকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ঝাড়গ্রাম থেকে ২৫০'শ জন অভিযাত্রী দল পূর্ব মেদিনীপুর জেলায় ১২ ই ডিসেম্বর প্রবেশ করবে। এরপর ১৩ ই ডিসেম্বর তমলুকে সকালে ও সন্ধ্যায় মেচেদায় পদযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচিতে অংশগ্রহণ করবে। ওই কর্মসূচির প্রস্তুতিতে পাঁশকুড়া ব্লকে গঠিত হয়েছে- অঙ্গীকার যাত্রা সহায়ক কমিটি। ওই কমিটির পক্ষ থেকে আজ মাইশোরা ও কেশাপাট অঞ্চলের হাইস্কুল/প্রাইমারী স্কুল/কলেজে প্রচার অভিযানের কর্মসূচিতে সামিল হন কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক ও কোষাধ্যক্ষ শ্রাবন্তী মন্ডল। কোলাঘাট ব্লকের বাঁকাডাঙ্গায় একটি ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়।

No comments