কোলাঘাটের জিঞাদা বাজার সংলগ্ন স্থানে নতুন করে মদের দোকান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ;সম্প্রতি ১৬ নম্বর জাতীয় সড়ক(বোম্বে রোড)'র জিঞাদা বাজার পার্শ্ববর্তী স্থানে নতুন করে একটি মদের দোকান চালু করার …
কোলাঘাটের জিঞাদা বাজার সংলগ্ন স্থানে নতুন করে মদের দোকান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ;
সম্প্রতি ১৬ নম্বর জাতীয় সড়ক(বোম্বে রোড)'র জিঞাদা বাজার পার্শ্ববর্তী স্থানে নতুন করে একটি মদের দোকান চালু করার উদ্যোগ নিয়েছে আবগারি দপ্তর। কয়েকদিন আগে ওই দোকানের মালিক ময়না দাস এলাকায় গ্রাম কমিটির লোকজনদের সাথে কথা বলতে এসেছিলেন। সে কারণে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ওই মদ দোকান চালুর চক্রান্তের বিরুদ্ধে আজ জিঞাদায় এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান সৈয়দ গোফুর আলী। সভা থেকে মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির সিদ্ধা-১ অঞ্চল শাখা গঠিত হয় এবং ২৮ শে ডিসেম্বর আবগারি দপ্তরের ও.সি.'র নিকট ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন,পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির আহ্বায়ক নারায়ন চন্দ্র নায়ক। নারায়নবাবু তার বক্তব্যে বলেন,প্রায় ছয় মাস পূর্বে কোলাঘাট ব্লকের অধীনস্থ ওই স্থানে মদ দোকানটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল,তখনই এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনেরা ওই উদ্যোগের বিরুদ্ধে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি আবগারি দপ্তর সহ প্রশাসনিক আধিকারিকদের দিলে মদ দোকানের মালিক দোকান চালু থেকে বিরত হয়। গত সপ্তাহে ওই দোকান মালিক জিঞাদা গ্রাম কমিটির লোকজনদের সাথে কথা বলতে এলে ফের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। নাগরিকদের বক্তব্য ,নতুন করে ওই স্থানে মদ দোকান খোলা হলে এলাকার সামাজিক পরিবেশ ভীষণভাবে বিঘ্নিত হবে। সভা থেকে গোফুর আলী (প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান), নৌরিন সুলতানা(বর্তমান প্রধান),সাজ্জাদ আলী(কর্মাধ্যক্ষ-পঞ্চায়েত সমিতি)কে উপদেষ্টা,সেখ মুকসুদ আলি কে সভাপতি,জহিরুল হোসেন ও অসিত অধিকারীকে যুগ্মসম্পাদক একটি শক্তিশালী কমিটি গঠিত হয়।

No comments