Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফিরে দেখা ২০২৫

ফিরে দেখা ২০২৫ জানুয়ারি মাস ৮ই জানুয়ারি বৈকুন্ঠ একাদশী উৎসবের আগেই তিরুপতি তিরুমলা ভেঙ্কটেশ্বর মন্দিরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, টিকিট কাটার জন্য কাউন্টার গুলিতে ভক্তদের ভিড় ও ধাক্কাধাক্কির  ফলে ৬ জনের মৃত্যু হয় এবং কুড়ি…

 


ফিরে দেখা ২০২৫ জানুয়ারি মাস ৮ই জানুয়ারি বৈকুন্ঠ একাদশী উৎসবের আগেই তিরুপতি তিরুমলা ভেঙ্কটেশ্বর মন্দিরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, টিকিট কাটার জন্য কাউন্টার গুলিতে ভক্তদের ভিড় ও ধাক্কাধাক্কির  ফলে ৬ জনের মৃত্যু হয় এবং কুড়ি জনের বেশি মানুষ আহত হন।

১৩ ই জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগ রাজি শুরু হয় মহাকুম্ভ মেলা ২৯শে জানুয়ারি মৌনী  অমাবস্যা উপলক্ষে পুণ্যস্থান করতে গিয়ে পথোপৃষ্ট হন বহু  পুন্যার্থী। মৃত্যু হয় ৩০ জনের আহত এর সংখ্যা প্রায় ৬০ প্রবল ভিড়ের জেরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান বহু মানুষ।

ফেব্রুয়ারি মাস ১৫ই ফেব্রুয়ারি কুম্ভ যাওয়ার জন্য হাজার হাজার  মানুষ জড়ো হন নয়া দিল্লি স্টেশনে। সময় মতো ট্রেন না পৌঁছানো বা ট্রেন বাতিলের গুজবে খুড়োহুড়ি পড়ে যায় স্টেশনে পদঅ পৃষ্ঠ হয়ে প্রাণ হারায় ১৮ জন আহত হন প্রায় ১২ জন।

এপ্রিল বাইশে এপ্রিল ভারতের বুকে ঘটা সন্ত্রাসী হামলার  কালো দিন। জম্বু কাশ্মীরের পহেলাগাঁওয়ে বৈসরন ভ্যালিতে ভয়ংকর জঙ্গি হামলা। ২৬ জনের রক্তে সবুজ পতাকা লাল হয়ে গিয়েছিল। স্বজনহারাদের কান্না কাঁদিয়েছে গোটা দেশকে।

বাইশে এপ্রিল নিরীহ পর্যটকদের মারার সময় জেহাদীরা বলেছিল যাও গিয়ে মোদিকে বলো। ভারতের মেয়েদের সিন্দুরে হাত কি পরিণত হয় সেই জবাব ৭ মে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনা।

জুন মাস ১৮ বছরের খরা কাটিয়ে 2025 এ আইপিএল চ্যাম্পিয়ান হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সেই সাফল্যের বিজয় উৎসব ডেকে আনে মর্মান্তিক পরিণতি। চিন্না স্বামী স্টেডিয়ামে যে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের আহত হন প্রায় ৪৭ জন যার ফল হিসেবে চিন্নাস্বামী স্টেডিয়াম কে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আমেদাবাদে বিমান দুর্ঘটনা ১২ই জুন আমেদাবাদ থেকে লগ্নগামী এয়ার ইন্ডিয়া বোরিং ৭৮৭/৮ বিমান আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের পর ভেঙে পড়ে বিজে মেডিকেল কলেজের উপর। প্রচন্ড বিস্ফোরণে আগুন ধরে যায় বিমানটি ঝলসে মৃত্যু হয় ২০০৭ জনের। 

২৯ জুন রথযাত্রার পুরীতে ঘাটে মর্মান্তিক ঘটনা, প্রতিবারের মতো এবছর হাজার হাজার মানুষ পুরীতে ভিড় জমিয়েছিলেন অতিরিক্ত ভিড়ে পদঅষ্ঠ হয়ে প্রাণহারাণ তিনজন আহত হওয়ার প্রায় ৫০ জন। 

আগস্ট ভরা বর্ষায় হিমাচল প্রদেশ জম্বু কাশ্মীর হরিয়ানাও পাঞ্জাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটে মেঘ ভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসের জেরে আগস্ট থেকে সেপ্টেম্বর মধ্যে প্রাণ-হারান ৫০০র বেশি মানুষ জলের তোড়ে ভেসে যায় হাজার হাজার বাড়ি।

নভেম্বর রাজধানী দিল্লিতে লালকেল্লার কাছে দশ নভেম্বর একটি গাড়িতে করে বিস্ফোরক এনে ফিদায়ে হামলার ধাচে দিল্লিতে হামলা চালায় জঙ্গি উমর উন  নবী  হরফে ওমর মহম্মদ। মৃত্যু হয় ১৫ জনের।

 ৬ ডিসেম্বর গোয়ার বার্চ বাই রোমিও লেন নৈশ ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে । মৃত্যু হয় ২৫ জনের।

২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে দক্ষিণী অভিনেতা বিজয় থলপতির রাজনৈতিক মিছিলে ভয়াবহ দুর্ঘটনা। প্রায় 27 হাজার মানুষের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের চাপে প্রাণ যায় ৪১ জনের আহত শতাধিক।

No comments