তাম্রলিপ্ত পাবলিক স্কুলের বাৎসরিক মিলন উৎসব
তাম্রলিপ্ত পাবলিক স্কুলের উদ্যোগে শুরু হল তিন দিনের বিজ্ঞান ও কলা প্রদর্শনী, আন্তঃ বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিদ্যালয় এর বার্ষিক অনুষ্ঠান। যা ১৭ তারিখ থেকে ১৯শে ডিসেম্বর ২০২৫ প…
তাম্রলিপ্ত পাবলিক স্কুলের বাৎসরিক মিলন উৎসব
তাম্রলিপ্ত পাবলিক স্কুলের উদ্যোগে শুরু হল তিন দিনের বিজ্ঞান ও কলা প্রদর্শনী, আন্তঃ বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিদ্যালয় এর বার্ষিক অনুষ্ঠান। যা ১৭ তারিখ থেকে ১৯শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। আন্ত বিদ্যালয়ের প্রতিযোগিতা তে প্রায় শতাধিক স্কুল থেকে ১৫০০ এর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
সূত্রে জানা যায়,উক্ত অনুষ্ঠানের দিনগুলিতে উপস্থিত থাকবেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুল কুমার দে, তাম্রলিপ্ত গভরমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষা ডঃ শর্মিলা মল্লিক, তাম্রিলিপ্ত পৌরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল কুমার খাড়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।
পড়ুয়াদের এই উন্নত মানের প্রদর্শনী উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিত্বদের নজর কাড়ে। উপস্থিত প্রত্যেকেই ছাত্র-ছাত্রীদের এই প্রদর্শনী গুলির ভুয়সি প্রশংসা করেন।
তমলুক সহ গ্রামাঞ্চলের প্রত্যন্ত স্কুল গুলির ছাত্রছাত্রীরা আন্ত : বিদ্যালয় প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগকে সাফল্য অর্জন করে। এই আন্তঃ বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার স্বরূপ রৌপ মুদ্রা দিয়ে পুরস্কৃত করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ শৈবাল দত্ত বলেন - আমাদের এই অন্ত:বিদ্যালয় প্রতিযোগিতা (জেনিথ ) এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পন করেছে। বিগত বছরের তুলনায় এ বছর আরো বেশি ছাত্ররাত্রি অংশগ্রহণ করে আমাদের আপ্লুত করেছে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া জেলার প্রত্যন্ত গ্রামের ছাত্রীরা তাদের সুপ্ত প্রতিভা এখানে প্রদর্শন করার সুযোগ পেয়েছে। আগামী বছর আমরা আরও বড় আকারে এই প্রোগ্রাম করার পরিকল্পনা করছি।
বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদিকা রুকসানা সুলতানা বলেন, প্রদর্শনীতে ছাত্র ছাত্রীরা যেভাবে তাদের উদ্ভাবনী শক্তির প্রদর্শন করেছে তা সত্যিই অকল্পনীয়।

No comments