বালিকা বিদ্যালয়ে অভিভাবকেরা ডেপুটেশন দিলো স্কুলের পরিচালন কমিটি ও প্রধান শিক্ষিকাকে।আজ দেউলিয়া বালিকা বিদ্যালয়ে অভিভাবকেরা ডেপুটেশন দিলো স্কুলের পরিচালন কমিটি ও প্রধান শিক্ষিকাকে। অভিভাবকদের একাংশের দাবি এই স্কুলের ছাত্রীদের দ…
বালিকা বিদ্যালয়ে অভিভাবকেরা ডেপুটেশন দিলো স্কুলের পরিচালন কমিটি ও প্রধান শিক্ষিকাকে।
আজ দেউলিয়া বালিকা বিদ্যালয়ে অভিভাবকেরা ডেপুটেশন দিলো স্কুলের পরিচালন কমিটি ও প্রধান শিক্ষিকাকে। অভিভাবকদের একাংশের দাবি এই স্কুলের ছাত্রীদের দেউলিয়া হাইস্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি করার জন্য স্কুল থেকে টিসি দেওয়া যাবে না। মূলত গত কয়েকদিন আগে দেউলিয়া হাই স্কুলেও একইভাবে বিক্ষোভ প্রদর্শন করেছিল অভিভাবকেরা। এখানেও দাবি ছিল জাতীয় সড়ক অতিক্রম করে জীবনকে ঝুঁকি নিয়ে দেউলিয়া বালিকা বিদ্যালয়ে যেতে হয়। সে কারণেই দেউলিয়া হাইস্কুলে তাদের ভর্তি নিতে হবে। আর এ নিয়ে গত কয়েকদিন আগে স্কুল গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় অভিভাবকদের একাংশ। এই সময় চলছে পঞ্চম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের ভর্তির সময়। মূলত অভিভাবকদের একটাই ক্ষোভ,দেউলিয়া বাজারে 16 নম্বর জাতীয় সড়ক গিয়েছে, কিন্তু সেখানে নেই কোন আন্ডারপাস বা ওভার ব্রিজ।ফলে রীতিমতো ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় ছাত্র-ছাত্রীদের । আর এই কারণেই, দেউলিয়া হাই স্কুলের পাশাপাশি গ্রামের ছাত্রীদের অভিভাবকেরা দেউলিয়া হাইস্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন কত কয়েক দিন আগে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ দেউলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের একাংশ অভিভাবক,তারাও আজ পাল্টা ডেপুটেশন জমা দেন দেউলিয়া বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকার কাছে । সেখানে দাবী করা হয়েছে , স্কুল কে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কোনভাবে ছাত্রীদেরকে টিসি দেওয়া যাবে না। দেউলিয়া হাইস্কুলে কোনোভাবেই যাতে করে অনুমোদন না পান ছাত্রীদের ভর্তির বিষয়ে,সে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও যাবেন বলে জানান অভিভাবকদের অপর একাংশ। সব মিলিয়ে দেউলিয়া বয়েজ স্কুলে কোনভাবেই যাতে করে পঞ্চম শ্রেণি ছাত্রীদের ভর্তি না নেওয়া হয়, সে বিষয়ে রীতিনতো তৎপর হয়েছেন এলাকার অভিভাবকদের একাংশ।
No comments