স্কুল পড়ুয়াদের শীতের পোষাক বিলিপ্রাথমিক স্কুলের পড়ুয়াদের শীতের পোষাক দিল হলদিয়ার একটি শিল্প সংস্থা। হলদিয়ার হিরন্ময়ী এনার্জি লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে হলদিয়ার পৌর এবং গ্রামীণ এলাকার ৪টি প্রাথমিক স্কুলের পড়ুয়…
স্কুল পড়ুয়াদের শীতের পোষাক বিলি
প্রাথমিক স্কুলের পড়ুয়াদের শীতের পোষাক দিল হলদিয়ার একটি শিল্প সংস্থা। হলদিয়ার হিরন্ময়ী এনার্জি লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে হলদিয়ার পৌর এবং গ্রামীণ এলাকার ৪টি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের শীতের পোষাক বিলি করা হল। বৃহস্পতিবার হলদিয়ার কিসমত শিবরামনগর ১ ও ২ নম্বর প্রাথমিক বিদ্যালয় এবং দোরো এবং উত্তর কশবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মোট ৪২৫ জন ছাত্রছাত্রীকে শীতের পোষাক দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন ওই শিল্প সংস্থার প্ল্যান্ট হেড মহেন্দ্র প্রতাপ সিং, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ মাইতি সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।

No comments