Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খুঁটি পুজোর মধ্যদিয়ে পঞ্চম মহিষাদল এম এল এ কাপের শুভ সূচনা

খুঁটি পুজোর মধ্যদিয়ে পঞ্চম মহিষাদল এম এল এ  কাপের শুভ সূচনাবিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তার আগে এলাকার মানুষদের মূলতক্রীড়া প্রেমীদের উৎসাহ প্রদানে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাশালী খেলোয়াড়দের  তুলে ধরতে রাজ্য সকার " …

 



খুঁটি পুজোর মধ্যদিয়ে পঞ্চম মহিষাদল এম এল এ  কাপের শুভ সূচনা

বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তার আগে এলাকার মানুষদের মূলতক্রীড়া প্রেমীদের উৎসাহ প্রদানে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাশালী খেলোয়াড়দের  তুলে ধরতে রাজ্য সকার " খেলা দিবস" এর মাধ্যমে চেস্টা করে চলেছে। পাশাপাশি বিধায়ক,সাংসদরাও নিজেদের উদ্যোগে  ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে । একাধিক খ্যাতনামা খেলোয়াড় উপহার দিয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল। খেলাধূলার অন্যতম তীর্থক্ষেত্রে এবার সেরকমই ক্রীড়া উৎসবের আয়োজন। জেলার প্রতিভাশালী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এমএলএ কাপ। মহিষাদলের এমএলএ ফ্যান ক্লাবের আয়োজনে আগামী ৯ই জানুয়ারি  ও ১০ ই জানুয়ারি ২০২৬  দুদিনের ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা  ও প্রদর্শনী মহিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে মহিষাদল রাজ ময়দানে । আগামী ৯ই জানুয়ারি শুক্রবার দিবারাত্রি ক্রিকেট এবং  ১০ ই জানুয়ারি  শনিবার  কলকাতা ও উড়িষ্যার দুটি মহিলা ফুটবল দলের প্রদর্শনী ম্যাচ ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রবিবার খুঁটি পুজোর মধ্যদিয়ে পঞ্চম মহিষাদল এম এল এ কাপের শুভ সূচনা হয়। এদিন খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, কর্মাধ্যক্ষ ঘনশ্যাম দেবনাথ, সেখ রহমান, লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন মাইতি, মহিষাদল এম এল এ ফ্যান ক্লাবের সভাপতি ছবিলাল মাইতি, কোষাধ্যক্ষ কমল পট্টনায়ক সহ অন্যান্যরা। 

রাজ্যের বিভিন্ন জেলার বাছাই করা আট দলীয় ক্রিকেট ও ফুটবল দলের পাশাপাশি প্রদর্শনী মহিলা ফুটবল  ম্যাচে  অংশগ্রহণ করবে কলকাতা ও উড়িষার মহিলাদল। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রঙিন আতসবাজি প্রদর্শন। দু' দিনের দিবারাত্রি প্রতিযোগিতা ও প্রদর্শনী  ম্যাচের মধ্য দিয়ে ক্রীড়া প্রেমীদের আনন্দ দেওয়ার পাশাপাশি খেলার প্রসার ঘটবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। 

মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান, " শিক্ষা, সংস্কৃতির পাশাপাশি খেলার মানোন্নয়ন ঘটাতে পঞ্চম বছর এমএলএ কাপের আয়োজন করা। খেলায় শুধু এই রাজ্যের খেলোয়াড় নয়, ভিন রাজ্য ও ভিন দেশের খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহন করছেন। ক্রীড়া প্রেমীদের উৎসাহিত করার পাশাপাশি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের খেলাধুলার আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে আমাদের এই প্রয়াস"।

মহিষাদল এম এল এ ফ্যান ক্লাবের সভাপতি ছবিলাল মাইতি জানান, " মহিষাদল রাজ ময়দান থেকে বহু গুনী ফুটবলার, ক্রিকেটর ও ক্রিড়াবিদ উঠে এসেছে। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলা মানোন্নয়ন ঘটাতে এবং প্রান্তিক এলাকার খেলোয়াড়েরা যাতে উঠে আসতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ"।

No comments