হলদিয়া রিফাইনারিতে অগ্নিকাণ্ড
হলদিয়া রিফাইনারিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শনিবার শিল্পশহর হলদিয়ায় ওই রাষ্ট্রায়াত্ত তৈল শোধনাগারের ডিআইপি প্রোজেক্ট ইউনিটের ডিসিটি কোক সাইডে আগুন লাগে। জানা গেছে, ওই ইউনিটে হার্ডকোক তৈরির…
হলদিয়া রিফাইনারিতে অগ্নিকাণ্ড
হলদিয়া রিফাইনারিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শনিবার শিল্পশহর হলদিয়ায় ওই রাষ্ট্রায়াত্ত তৈল শোধনাগারের ডিআইপি প্রোজেক্ট ইউনিটের ডিসিটি কোক সাইডে আগুন লাগে। জানা গেছে, ওই ইউনিটে হার্ডকোক তৈরির একটি ফার্ণেলে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন খবর নেই। আইওসি কতৃপক্ষ এবিষয়ে কোন মন্তব্য করেনি।
No comments