পাঁশকুড়া ফুলবাজারের হিমঘরে ফুল মজুত করার কাজ শুরু হল!
১ লা ডিসেম্বর রাত থেকে চালু হল বন্ধ থাকা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ফুলবাজারের হিমঘর। ফলস্বরূপ চলতি শীতের মরশুমের বিয়ে বাড়ীর জন্য ব্যবহৃত ফুল সহ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে…
পাঁশকুড়া ফুলবাজারের হিমঘরে ফুল মজুত করার কাজ শুরু হল!
১ লা ডিসেম্বর রাত থেকে চালু হল বন্ধ থাকা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ফুলবাজারের হিমঘর। ফলস্বরূপ চলতি শীতের মরশুমের বিয়ে বাড়ীর জন্য ব্যবহৃত ফুল সহ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ব্যাপক পরিমাণে গোলাপ প্রভৃতি সমস্ত রকম ফুল এই হিমঘরে রাখা যাবে।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তথা পাঁশকুড়া ফুলবাজার পরিচালন সমিতির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক জানান,
ডাঁটাযুক্ত ফুলের ক্ষেত্রে বোঝা(১০০০-১৫০০পিস)
পিছু সাত দিনের জন্য ভাড়া বাবদ নেওয়া হবে ১১০ টাকা,১৫ দিনের জন্য ২০০ টাকা, ঝুরো ফুলের ক্ষেত্রে ছোট প্যাকেট(৭-১০ কেজি)'র জন্য ৫০ টাকা,বড় প্যাকেট(১৫-২০ কেজি)'র জন্য ১০০ টাকা ভাড়া বাবদ নেওয়া হবে ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের কাছ থেকে।
নারায়ণবাবু বলেন,গত ২০২১ সালে লকডাউন এর সময় হিমঘরের বাইরের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার কারণে সেই থেকে হিমঘরে ফুল রাখা বন্ধ ছিল। ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি রাজ্য হটিকালচার দপ্তর প্রায় ৩৭ লক্ষ টাকা ব্যয়ে হিমঘরটি সংস্কার,ফুলের প্যাকেজিং এর জন্য নতুন একটি কক্ষ নির্মাণ,নিলাম কক্ষ,অফিস গৃহ,শৌচাগার সহ পূর্ণাঙ্গ বাজারটি সংস্কার করার জন্য ঠিকাদার নিয়োগ করে। সেই কাজ সম্প্রতি শেষ হয়েছে।
No comments