হলদিয়ার তেঁতুলবেড়িয়াতে আইওসির পাইপ লাইন ফুটো হয়ে গড়িয়ে পড়ল তেল!
পাইপ লাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল। তেল কুড়ানোর জন্য এলাকার মানুষ হুড়োহুড়ি ফেলে দেয়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া পুরসভার ১৪…
হলদিয়ার তেঁতুলবেড়িয়াতে আইওসির পাইপ লাইন ফুটো হয়ে গড়িয়ে পড়ল তেল!
পাইপ লাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল। তেল কুড়ানোর জন্য এলাকার মানুষ হুড়োহুড়ি ফেলে দেয়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তেঁতুলবেড়িয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া পেট্রকেম কারখানার পাশ থেকেই বয়ে গেছে আইওসির ক্রুড অয়েলের একটি পাইপ লাইন। সেই পাইপ লাইন ফুটো হয়ে বিপত্তি ঘটেছে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আইওসি কর্তৃপক্ষ এবং ভবানীপুর থানার পুলিশ। তেল গড়িয়ে পড়া গোটা এলাকা তড়িঘড়ি করে ঘিরে দেওয়া হয়। ফুটো হয়ে যাওয়া পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে।

No comments