নারী নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের অঙ্গীকার যাত্রাসংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : দেশজুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারীর মর্যাদা রক্ষার দাবীতে জাগো নারী জাগো বহ্নিশিখার ব্যানারে আগামী ৯ থেকে ১৬ই ডিসেম্বর রাজ্যে…
নারী নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের অঙ্গীকার যাত্রা
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : দেশজুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারীর মর্যাদা রক্ষার দাবীতে জাগো নারী জাগো বহ্নিশিখার ব্যানারে আগামী ৯ থেকে ১৬ই ডিসেম্বর রাজ্যের চার প্রান্ত থেকে হাজার হাজার মহিলাদের অঙ্গীকার যাত্রা কলকাতা পর্যন্ত সংগঠিত হবে। ঝাড়গ্রাম থেকে এক অভিযাত্রীদল ঐতিহাসিক তমলুক শহর সহ সংলগ্ন এলাকায় ১৩ই ডিসেম্বর সকাল ১০ টায় পদার্পণ করবে। অঙ্গীকার যাত্রার ওই কর্মসূচির বিষয়ে বিস্তৃত পরিকল্পনা তুলে ধরার উদ্দেশ্যে আজ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নন্দিতা ত্রিপাঠী,- 'জাগো নারী জাগো বহ্নিশিখা 'তমলুক অভ্যর্থনা কমিটির সভানেত্রী, অধ্যাপিকা দীপ্তি মাইতি- উপদেষ্টা মন্ডলীর সদস্যা, শিক্ষিকা দিপালী পাড়ই -যুগ্ম সম্পাদিকা, শিক্ষিকা চন্দনা জানা-যুগ্ম সম্পাদিকা, শিক্ষিকা দুর্বা ভট্টাচার্য-কার্যকরী কমিটির সদস্যা, শিক্ষিকা মধুমিতা মান্না সাহু-কার্যকরী কমিটির সদস্যা। তমলুকে কর্মসূচি ১৩ ডিসেম্বর সকাল ১০ টায়ঃ মানিকতলা মোড়ে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অঙ্গীকার যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান, ১০:৩০ টায়ঃ মানিকতলা থেকে তমলুক শহরে মধ্য দিয়ে পদযাত্রা, ১১:৩০ টায়ঃ হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই পদযাত্রার সমাপ্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

No comments