Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটের দেহাটি খাল সংস্কার সম্পর্কিত বিষয়ে সর্বদলীয় সভা

কোলাঘাটের দেহাটি খাল সংস্কার সম্পর্কিত বিষয়ে সর্বদলীয় সভা
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :আপাততঃ যে অংশে জোয়ার জলে  চাষ হয়,সেই অংশে খাল সংস্কারের প্রক্রিয়া বন্ধ রেখে বাকী অংশে কাজ শুরুর সিদ্ধান্ত। দেহাটি খাল সংস্কার সম্পর্কিত বি…

 




  কোলাঘাটের দেহাটি খাল সংস্কার সম্পর্কিত বিষয়ে সর্বদলীয় সভা


সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :আপাততঃ যে অংশে জোয়ার জলে  চাষ হয়,সেই অংশে খাল সংস্কারের প্রক্রিয়া বন্ধ রেখে বাকী অংশে কাজ শুরুর সিদ্ধান্ত। 

দেহাটি খাল সংস্কার সম্পর্কিত বিষয় নিয়ে আজ কোলাঘাট ব্লক প্রশাসনের উদ্যোগে সেচ দপ্তরের আধিকারিক,প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বি ডি ও অফিসে সর্বদলীয় মিটিং হয়। সভায় উপস্থিত ছিলেন,বিডিও অমিত কুমার চাঁদ,পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না,সেচ দপ্তরের এস ডি ও নাজেস আফরোজ,জেলা পরিষদ সদস্য সুমিত্রা পাত্র,কৃষি দপ্তরের সহ অধিকর্তা সহ বিভিন্ন  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

সভায় কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক হাজার হাজার ক্ষুদ্র কৃষকদের কথা মাথায় রেখে খাল সংস্কার ও বোরো চাষ সুসম্পন্ন করার কাজ যাতে একসঙ্গে চলতে থাকে সে বিষয়ে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। 

প্রস্তাবগুলি হোল-

১) ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে থেকে খাল সংস্কার ও ব্রীজ নির্মাণের কাজ শুরু করে জানুয়ারী মাসের মাঝামাঝি নাগাদ পর্যন্ত ওই কাজ করা হোক। তারপর জোয়ার জল প্রবেশ করিয়ে চাষের জন্য খালের কোলাঘাট থেকে জিঞাদা(ক্রস রেগুলেটর) লাল পুল পর্যন্ত অংশ ছেড়ে দেওয়া হোক। ঠিকমত উদ্দ্যোগ নিলে ইতিমধ্যে ব্রীজের নীচের অংশের কাজ হয়ে যাবে। পরে জোয়ার জল চালু থাকা অবস্থাতেও ব্রীজের কাজ করতে কোন অসুবিধা হবে না। 

২) যে খালগুলিতে জোয়ার জলকে ভিত্তি করে খুব একটা চাষ হয় না, সেই খালগুলিতে এমনকি দেহাটি খালের উপর অংশে এখনই ক্রশবাঁধ দিয়ে সংস্কারের কাজ চালু থাকতে পারে।

৩) এপ্রিলের শুরু থেকে জুন মাস পর্যন্ত ক্রশ বাঁধ দিয়ে পূর্ণাঙ্গ খাল সংস্কারের কাজ করা হোক। যদিও ওই সময় বিধানসভা নির্বাচন থাকবে,তবুও এখন থেকেই নজর রেখে ওই কাজ যাতে বিঘ্নিত না হয়,তা দেখতে হবে। 

৪) সম্ভব হলে খাল সংস্কারের কাজ শুরুর পূর্বে সেচ দপ্তরের পূর্নাঙ্গ জায়গা মার্কিং করা হোক। খাল সংস্কারের পূর্বে খালের ভেতরে যে সমস্ত গাছ আছে, দ্রুত কেটে নেওয়ার বন্দোবস্ত করতে হবে,যাতে ওই কাজের জন্য নিযুক্ত মেশিন ঠিকমত কাজ করতে পারে।  

৫) সংস্কারের কাজ শুরুর পূর্বে সেচ দপ্তরের কাটিং চার্ট অনুসারে খাল কাটা কতটা,হবে তা মার্কিং করে দেওয়া হোক। এবং খালের ভেতরে যে সমস্ত অবৈধ কাঠামো সংস্কার কাজে বাধা সৃষ্টি করবে, তা সরানোর বন্দোবস্ত করা হোক। 

৬) সংস্কারের মাটি থেকে বাঁধ শক্তপোক্ত করার মাটি রেখে বাকি মাটি বিক্রি করুক এজেন্সি। 

৭) দেহাটি খালের পানশিলায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ব্রীজ নির্মাণের সময় থামের চারদিকে যে বেড়ি দিয়েছিল,যা বর্তমানে জলনিকাশিতে বাধা সৃষ্টি করছে,খাল সংস্কারের সময়ই তা অপসারণের ব্যবস্থা করতে হবে। দেহাটি খালের সাথে যুক্ত যে সমস্ত কালভার্ট রয়েছে, সেই কালভার্টের নিচে জমে থাকা মাটি পরিষ্কার করতে হবে।  দেউলিয়া-বরদাবাড়-জিঞাদা-সিদ্ধা সহ বিভিন্ন বাজারগুলিতে আবর্জনা ফেলানো বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। টোপা ড্রেনেজ খালের বড়দাবার বাজার সংলগ্ন অংশটিও বর্ষার পূর্বে সংস্কার করতে হবে। 

৮)খাল সংস্কারের কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তদারকি কমিটি গঠন করা হোক।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,গ্রাম পঞ্চায়েতের প্রধান, কর্মাধ্যক্ষগন আলোচনায় অংশগ্রহণ করেন। উপস্থিত বেশিরভাগ ব্যক্তিগণের মতামতের ভিত্তিতে সবশেষে সভায় বিডিও ঘোষণা করেন, আপাততঃ যে অংশে জোয়ার জলে চাষ হয়,সেই অংশে খাল সংস্কারের প্রক্রিয়া বন্ধ রেখে বাকী অংশে কাজ শুরুর সিদ্ধান্ত হয়।



No comments