নারীর মর্যাদা রক্ষায় ৯-১৬ ডিসেম্বর অঙ্গীকার যাত্রার সমর্থনে প্রস্তুতি সভা!
আগামী ৯-১৬ই ডিসেম্বর নারীর মর্যাদা রক্ষায় রাজ্য ব্যাপী অঙ্গীকার যাত্রার কর্মসূচির সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হ…
নারীর মর্যাদা রক্ষায় ৯-১৬ ডিসেম্বর অঙ্গীকার যাত্রার সমর্থনে প্রস্তুতি সভা!
আগামী ৯-১৬ই ডিসেম্বর নারীর মর্যাদা রক্ষায় রাজ্য ব্যাপী অঙ্গীকার যাত্রার কর্মসূচির সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মূল প্রস্তাব পাঠের মধ্য দিয়ে সভার সূচনা হয়। সভাপতিত্ব করেন লক্ষ্যাকুড়ি হাইস্কুলের শিক্ষক তপন কুমার জানা। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন 'জাগো নারী জাগো বহ্নিশিখা'র কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপিকা ডাক্তার নূপুর ব্যানার্জী। উপস্থিত ছিলেন ডাক্তার দেবযানী তালুকদার। এছাড়াও আলোচনা করেন এলাকার বিশিষ্ট শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। বিশিষ্ট আবৃত্তিকার সঙ্গীতা ঘোষাল সভানেত্রী, শিক্ষিকা সুস্মিতা পড়িয়া দাস ও সমাজকর্মী সুপর্ণা বেরা যুগ্ম সম্পাদিকা হিসেবে প্রস্তুতি কমিটির দায়িত্বভার গ্রহন করেন। ৭০ জনের প্রস্তুতি কমিটি গঠিত হয়।

No comments