Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জোয়ার জলকে ভিত্তি করে বোরো চাষ করা যাবে না, পঞ্চায়েত সমিতির সিদ্ধান্তে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ!

জোয়ার জলকে ভিত্তি করে বোরো চাষ করা যাবে না, পঞ্চায়েত সমিতির সিদ্ধান্তে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ!সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : বোরো চাষ ক্ষতিগ্রস্ত না করে অবিলম্বে দেহাটী ও তৎসংলগ্ন নিকাশী খাল সংস্কার ও কংক্রিট ব্রীজ নির্মাণের…

 




জোয়ার জলকে ভিত্তি করে বোরো চাষ করা যাবে না, পঞ্চায়েত সমিতির সিদ্ধান্তে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ!

সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : বোরো চাষ ক্ষতিগ্রস্ত না করে অবিলম্বে দেহাটী ও তৎসংলগ্ন নিকাশী খাল সংস্কার ও কংক্রিট ব্রীজ নির্মাণের কাজ শুরুর দাবীতে কৃষকদের সভা থেকে বিডিও অফিস ডেপুটেশনের ডাক। জোয়ার জলকে ভিত্তি করে আসন্ন বোরো চাষ করা যাবে না বলে কোলাঘাট পঞ্চায়েত সমিতি আহুত গত শুক্রবার বি ডি ও অফিসের এক সভায় সিদ্ধান্ত হয়েছিল। এ নিয়ে সংশ্লিস্ট এলাকার কৃষকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। বোরো চাষ ক্ষতিগ্রস্ত না করে অবিলম্বে দেহাটী ও তৎসংলগ্ন নিকাশী খাল সংস্কার ও কংক্রিট ব্রীজ নির্মাণের কাজ শুরুর দাবীতে কৃষক সংগ্রাম পরিষদের আহ্বানে আজ বিকালে উত্তর জিঞাদা হাইস্কুলে কৃষকদের এক সভা  অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি গোপাল সামন্ত। মুল বক্তব্য রাখেন,পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পরিষদের সহকারী সভাপতি কার্তিক হাজরা,কার্যকরী সম্পাদক বিশ্বরূপ অধিকারী,সহ: সম্পাদক গোবিন্দ পড়িয়া ও তপন মাইতি প্রমুখ। সভা থেকে উক্ত দাবীতে ২ রা ডিসেম্বর বি ডি ও অফিসে কৃষকদের গণ ডেপুটেশনের কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

 নারায়ণ চন্দ্র নায়ক বলেন,যেহেতু জলবন্দী পরিস্থিতির কারণে গত বর্ষায় আমন চাষ হয়নি এলাকায়,সেজন্য কোনভাবেই বোরো চাষ ক্ষতিগ্রস্ত করা যাবে না। আমাদের প্রস্তাব এখনই খাল সংস্কার ও ব্রীজের কাজ শুরু করে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কাজ করা হোক। এরপর এপ্রিল মাসের শুরু থেকে জুন মাসের শেষ পর্যন্ত পুরোদমে কাজ করে খাল সংস্কারের অধিকাংশ কাজ শেষ করা হোক। আগামীকালের মধ্যে ব্লক প্রশাসন উক্ত সিদ্ধান্ত পরিবর্তন না করলে পরশু ওই কর্মসূচি হবে বলে নারায়ণবাবু জানান। 

তবে ওই পরিপ্রেক্ষিতে কোলাঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দেহাটি খাল সংস্কারের বিষয় নিয়ে আগামীকাল ফের প্রশাসনিক আধিকারিক ছাড়াও সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে পুনরায় একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক সভা ডাকা হয়েছে বলে বিডিও অফিস সূত্রে জানা গেছে। 


No comments