নিউ বিদ্যুৎ বেকারীর ৩৫ তম শাখার উদ্বোধনে কি বললেন চলচ্চিত্র অভিনেতা ভাস্কর ব্যানার্জি!
পূর্ব মেদিনীপুর জেলা ছাড়িয়ে রাজ্যে বিভিন্ন প্রান্তে খাদ্য রসিকদের জন্য নির্ভরযোগ্য খাদ্যের সম্ভার নিয়ে পৌঁছে গেছেন হলদিয়া প্রতিষ্ঠিত নিউ বি…
নিউ বিদ্যুৎ বেকারীর ৩৫ তম শাখার উদ্বোধনে কি বললেন চলচ্চিত্র অভিনেতা ভাস্কর ব্যানার্জি!
পূর্ব মেদিনীপুর জেলা ছাড়িয়ে রাজ্যে বিভিন্ন প্রান্তে খাদ্য রসিকদের জন্য নির্ভরযোগ্য খাদ্যের সম্ভার নিয়ে পৌঁছে গেছেন হলদিয়া প্রতিষ্ঠিত নিউ বিদ্যুৎ বেকারী। শিল্প শহর হলদিয়া ৩০ শে নভেম্বর হলদিয়া নিউ বিদ্যুৎ বেকারী ৩৫ তম শাখার উদ্বোধন ক্রিসমাস শুরুর আগের দিন। রাত কাটলেই ক্রিসমাস শুরু হবে কেক মিষ্টি ফাস্টফুড খাদ্যের সম্ভার দিয়ে ।হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির উল্টো দিকে বিদ্যুৎ বেকারীর নতুন শোরুম উদ্বোধন করলেন নিউ বিদ্যুৎ বেকারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্রের অভিনেতা ভাস্কর ব্যানার্জি, উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুর রহমান, ছিলেন নিউ বিদ্যুৎ বেকারীর ম্যানেজিং ডাইরেক্টর অতনু দাস ছিলেন ডাইরেক্টর সুস্মিতা দাস আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মৃদু ঠান্ডার পরশে ক্রিসমাসকে স্বাগত জানাতে বিপুল খাদ্যের সম্ভার নিয়ে ৩৫ তম বিদ্যুৎ বেকারি শাখার উদ্বোধন হল। বিদ্যুৎ বেকারীর ডাইরেক্টর অতনু দাস তিনি বলেন সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক উপায়ে বিজ্ঞানসম্মত আধুনিক যন্ত্রতে মেশিনের হাইজেনিক পদ্ধতিতে উন্নত উপাদান দিয়ে খাদ্য সামগ্রী নির্মাণ করা হয়। রাজ্যে শুধু পূর্ব মেদিনীপুরে নয় সারা রাজ্যের বিভিন্ন জেলাতে তাদের সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। শুধু সময়ের অপেক্ষা পাড়ি দেবে হলদিয়ার নিউ বিদ্যুৎ বেকারীর কেক, মিষ্টি ফাস্টফুড চানাচুর ও বিস্কুট সম্ভার নিয়ে। নিউ বিদ্যুৎ বেকারীর ডাইরেক্টর সুস্মিতা দাস জানান প্রত্যেকটি প্রোডাক্ট গুণগত মান বজায় রেখে বাজারজাতকরণের উপর তীঘ্ন নজর রেখে মার্কেটিং সার্ভিস এর উপর জোর দেওয়া হয়। অভিনেতা ভাস্কর ব্যানার্জি তিনি বলেন বাজারজাত অনেক খাদ্য থাকে কিন্তু গুণগত মানের দরকার। বিদ্যুৎ বেকারী কেক বিস্কুট বা অন্যান্য মিষ্টান্ন গুণগত মান এবং বাজারজাত মূল্য সঠিক রেখে চলছে আর সেজন্যই শহর থেকে শহরতলী জেলা থেকে ভিন্ন জেলায় আগামী দিনে ভিন রাজ্যে পাড়ি দেবে শুধু সময়ের অপেক্ষা। বিদ্যুৎ বেকারীর কর্ণধার অতনু দাস মুখে না বলে কাজে করে দেখায় সেজন্যই বিদ্যুৎ বেকারি দেখতে দেখতে ৩৫ তম শাখার উদ্বোধন হল।


No comments