বিশ্ব এইডস দিবস পালনবিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর NSS ইউনিট এর উদ্যোগে আজ বিশ্ব এইডস দিবস পালন করা হলো।প্রথমে একটি পদযাত্রার আয়োজন করা হয়।কলেজ প্রাঙ্গণ থেকে সারদামনি স্কুল পর্যন্ত এই পদযাত্রায় পা মেলান কলেজের অধ্যক্ষ ড.…
বিশ্ব এইডস দিবস পালন
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর NSS ইউনিট এর উদ্যোগে আজ বিশ্ব এইডস দিবস পালন করা হলো।প্রথমে একটি পদযাত্রার আয়োজন করা হয়।কলেজ প্রাঙ্গণ থেকে সারদামনি স্কুল পর্যন্ত এই পদযাত্রায় পা মেলান কলেজের অধ্যক্ষ ড.মানবেন্দ্র সাহু,প্রাক্তন অধ্যাপক প্রভাস কুমার সামন্ত সহ অন্যান্যরা।এরপর সেমিনার হলে একটি আলোচনাসভার আয়োজন করা হয়।আলোচনায় বক্তব্য রাখেন ট্রাক ড্রাইভারদের নিয়ে দীর্ঘদিন যিনি সচেতনতার কাজ করছেন হিরেন্দ্রনাথ সাহু,বরদা রেলস্টেশন এর সুপারিনটেনডেন্ট পার্থ প্রতীম চ্যাটার্জী ,দর্শন বিভাগ এর অধ্যাপক অসীম কুমার মন্ডল মহাশয়,টিচার্স কাউন্সিল এর সেক্রেটারি ঈশা রানী দাস প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন NSS এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা এবং সংঘমিত্রা আরি আদক । সহযোগীতায় ছিলেন NSS এর আর এক প্রোগ্রাম অফিসার চিরঞ্জিত দাস মহাশয়।

No comments