ভোগপুরে চলন্ত ট্রেনে মহিলার হার ছিনতাই করে চেন টেনে নেমে পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পরল দুষ্কৃতীরা!
আজ ২৩ শে নভেম্বর রবিবার সকাল ১০ টা ১৫ নাগাদ আপ ধৌলি এক্সপ্রেস দক্ষিণ পূর্ব রেলওয়ের ভোগপুর স্টেশন ক্রস করে প্রায় ২০০ মিটা…
ভোগপুরে চলন্ত ট্রেনে মহিলার হার ছিনতাই করে চেন টেনে নেমে পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পরল দুষ্কৃতীরা!
আজ ২৩ শে নভেম্বর রবিবার সকাল ১০ টা ১৫ নাগাদ আপ ধৌলি এক্সপ্রেস দক্ষিণ পূর্ব রেলওয়ের ভোগপুর স্টেশন ক্রস করে প্রায় ২০০ মিটার এগিয়ে যাওয়ার পর দুষ্কৃতকারীরা চেন টেনে নামার চেষ্টা করে। রাউরকেল্লাগামী সুরমা হাজরা নামে এক মহিলার গলার হাত ছিনতাই করে ওই দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করে। ধস্তাধস্তিতে মহিলা পড়ে গিয়ে তার হাত কেটে যায়। পরে স্থানীয় গ্রামবাসীরা তাড়া করে দুস্কৃতকারীদের ধরে ফেলে এবং মারধর করে আর পি এফ এর হাতে তুলে দেয়। রেল পুলিশ ওই মহিলাকে খড়গপুর রেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। দুষ্কৃতকারীদের বাড়ি হাওড়া জেলায় বলে জানা গেছে।
নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান,দিন-দুপুরে চলন্ত ট্রেনে এই ধরনের ছিনতাই এর ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

No comments