রাজ্য সড়কে উল্টে গেল বাস !ছুটির দিনে বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার পুয়াদ্যা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় পুলিশের তরফ থেকে তড়িঘড়ি বাসের মধ্যে থ…
রাজ্য সড়কে উল্টে গেল বাস !
ছুটির দিনে বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার পুয়াদ্যা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় পুলিশের তরফ থেকে তড়িঘড়ি বাসের মধ্যে থাকা আহত ১২জন যাত্রীকে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রে জানা গেছে, বিকেলে বাসটি হলদিয়া থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। এমন সময় পুয়াদ্যার কাছে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায়। ওই সময় বাসের মধ্যে প্রায় ৪৫ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ১২জন অল্পবিস্তর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়দের তরফ থেকে তাদের উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, রাস্তা সম্প্রসারণের কাজের জন্য রাস্তার দুই দিকের বেশ কিছুটা অংশ কেটে ফেলা হয়েছে। এরফলে বাস চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। আর এর ফলেই এই ধরনের দুর্ঘটনা। কি কারনে দুর্ঘটনা তার তদন্ত চলছে বলে জানিয়েছেন নন্দকুমার থানার ওসি অমিত দেব।

No comments