কোম্পানির সহযোগিতার জন্য বেতন চুক্তি থমকে গেল!
দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতি হিসেবে গেঁওয়াখালি জল প্রকল্পে শ্রমিকদের সিওডি হওয়ার কথা ছিল কিন্তু কারখানার কর্তৃপক্ষের অসহযোগিতার জন্য পরবর্তী আগামী ২রা ডিসেম্বর বেতন চুক্তি হবে বলে জানাল…
কোম্পানির সহযোগিতার জন্য বেতন চুক্তি থমকে গেল!
দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতি হিসেবে গেঁওয়াখালি জল প্রকল্পে শ্রমিকদের সিওডি হওয়ার কথা ছিল কিন্তু কারখানার কর্তৃপক্ষের অসহযোগিতার জন্য পরবর্তী আগামী ২রা ডিসেম্বর বেতন চুক্তি হবে বলে জানালেন। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি জল প্রকল্প গেঁওয়াখালী জল প্রকল্পে প্রায় ৯০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের দীর্ঘদিন বেতন চুক্তি না হওয়ার জন্য লড়াই সংগ্রাম করে আসছেন গত কয়েকদিন আগেই তারা গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। আজ ২৬ শে নভেম্বর বুধবার বেতন চুক্তি হওয়ার জন্য হলদিয়া শ্রম দপ্তরে উপস্থিত হয়েছিলেন উভয়পক্ষ কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট অসহযোগিতার জন্য আগামী ২রা ডিসেম্বর বেতন চুক্তি হবে বলে জানিয়েছেন শ্রম দপ্তর জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের গেঁওয়াখালি জল প্রকল্পে কর্মরত শ্রমিক বৃন্দ।
No comments