Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দ পেরো ৪৭ কোটি টাকা!

অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দ পেরো ৪৭ কোটি টাকা !পূর্ব মেদিনীপুর জেলার মোট ২৩৮২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। চলতি মাসেই শুরু হবে এই কাজ। জেলা প্রশাসন সূত্রের খবর পূর্ব মে…

 


অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দ পেরো ৪৭ কোটি টাকা !

পূর্ব মেদিনীপুর জেলার মোট ২৩৮২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। চলতি মাসেই শুরু হবে এই কাজ। জেলা প্রশাসন সূত্রের খবর পূর্ব মেদিনীপুরে ২৫ টি ব্লকে 579 কেন্দ্রের টেন্ডার প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু হয়েছে ধাপে ধাপে শুরু হবে বাকি কেন্দ্র গুলির কাজও আগামী বছর মার্চের মধ্যে পুরো সংস্কার প্রকল্প শেষ করতে বলা হবে আশা প্রশাসনে বর্তমান জেলায় মোট 6345টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে তার মধ্যে ২৯৪৬ টি কেন্দ্র চলে সরকারি বিল্ডিংয়ে ৭৮১টি কেন্দ্র ভাড়া বাড়িতে বাকি ২৬১৮ টি কেন্দ্র চলে প্রাথমিক ও হাই স্কুল ঘরে। কমিউনিটি হল অথবা অন্য সরকারি বাড়িতে চালানো হচ্ছে তবে বছরের পর বছরের মেরামত না হওয়ার বহু কেন্দ্রের অবস্থা শোচনীয়। অভিযোগ কোথায় দেয়াল চাচরক্ষণে পড়ছে কোথাও ছাউনি নেই আবার কোথাও বৃষ্টির জল চুইয়ে পড়ছে কাজেই অনেক অভিভাবকই শিশুদের সেখানে পাঠাতে ভয় পাচ্ছে। বারবার এমন অভিযোগ জমা পরা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কাছে সংস্কারের অনুরোধ জানা- জেলা প্রশাসন অবশেষে সেই প্রস্তাব মঞ্জুর হয়ে 47 কোটি টাকা বরাদ্দ হয়েছে।

No comments