হলদিয়া আইনি কলেজে ২৪ তম জন্মদিন উদযাপিত হল!পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া আইনি মহাবিদ্যালয় ২০০২ সালে যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই কলেজ ফুলের ফলে ২৪ তম বর্ষে পদার্পণ করেছে আজ কলেজের কেক কাটার মধ্য দিয়ে আজকের এই দিনট…
হলদিয়া আইনি কলেজে ২৪ তম জন্মদিন উদযাপিত হল!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া আইনি মহাবিদ্যালয় ২০০২ সালে যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই কলেজ ফুলের ফলে ২৪ তম বর্ষে পদার্পণ করেছে আজ কলেজের কেক কাটার মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপিত হয়। উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান লক্ষ্মণ চন্দ্র শেঠ -সহ সম্পাদক মানসী দে শেঠ, স্পর্শিতা পন্ডা শেঠ, হলদিয়া আইনি মহাবিদ্যালয় এর ভাইস চেয়ারম্যান সুদীপ্তন শেঠ উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার আদালতে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং আইনি মহাবিদ্যালয় সম্পাদক বিমল কুমার মাঝি প্রমুখ। আজকের এই সভায় আই কেয়ার সহ-সম্পাদক স্পর্শিতা পণ্ডা শেঠ বলেন বর্তমানে এআই নতুন নতুন প্রযুক্তি এখন সামনে এনেছে কিন্তু সকলকে মনে রাখতে হবে মানুষ এআই তৈরি করেছে কিন্তু এআই মানুষকে তৈরি করেনি তাই মানুষের বিবেক বুদ্ধি চেতনা এআইএ থেকেও অনেক বেশি।

No comments