চলন্ত গাড়ির পেছনের চাকা খুলে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা আহত একাধিক !ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস! ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সব নন্দকুমার থানার অন্তর্গত ১১৬ নম্বর বি জাতীয় সড়কের বাখরাবাদে। জানা যায়, কলকাতাগামী সরকারি ব…
চলন্ত গাড়ির পেছনের চাকা খুলে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা আহত একাধিক !
ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস! ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সব নন্দকুমার থানার অন্তর্গত ১১৬ নম্বর বি জাতীয় সড়কের বাখরাবাদে। জানা যায়, কলকাতাগামী সরকারি বাস দীঘা থেকে নন্দকুমারের দিকে আসছিল। তবে আসার পথে নন্দকুমার থানার বাখরাবাদের কাছে পেছনের চারটি চাকা খুলে যায়। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকের অর্থাৎ হলদিয়াগামি রাস্তায় চলে আসে এবং গাড়ির নিয়ন্ত্রণ এতটা বাইরে গিয়ে ছিল যে গাড়ি সোজা নয়নঝুলিতে নেমে যায়। তবে এই ঘটনায় হতাহতো বেশ কয়েকজন তাদের স্থানীয়রা তড়িঘড়ি তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বেশ কিছুটা সময় যানজটের সৃষ্টি হলেও নন্দকুমার থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। তবে ঘাতক গাড়িটিকে তুলে নন্দকুমার থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।

No comments