আপনি দয়া করে এস.আই.আর-এর ফর্ম পূরণ করবেন না, পশ্চিমবঙ্গ বেঁচে যাবে- শুভেন্দু
পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি তমলুক সংগঠনিক জেলার উদ্যোগে পরিবর্ত…
আপনি দয়া করে এস.আই.আর-এর ফর্ম পূরণ করবেন না, পশ্চিমবঙ্গ বেঁচে যাবে- শুভেন্দু
পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি তমলুক সংগঠনিক জেলার উদ্যোগে পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হল হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলালচক মোড়ে। বুধবার বিকালে বিজেপির মহিষাদল বিধানসভা কমিটির তত্ত্বাবধানে এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন "আপনি দয়া করে এস আই.আর.এর ফর্ম পূরণ করবেন না পশ্চিমবঙ্গ বেঁচে যাবে।" ইস.আই.আর-ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি। মঙ্গলবার বনগাঁর সভা থেকে বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন এবং বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন "আমার সঙ্গে খেলতে এসো না!" এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, "ভয় নেই আমি থাকতে কাউকে তাড়াতে দেব না।" পরের দিন হলদিয়ার সভা থেকে শুভেন্দু অধিকারী পাল্টা বলেন, "আপনি ফর্ম পূরণ না করলে পশ্চিমবঙ্গ বেঁচে যাবে।" আগামী বছর ছাব্বিশে বিধানসভার নির্বাচনে বিহারের মতো পশ্চিমবঙ্গেও পরিবর্তন হবে বলে আশাবাদী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাকে ১৬-০ করারও অঙ্গীকার করেছেন। এদিনের সভা মঞ্চে একুশের বিধানসভার নির্বাচনে মহিষাদল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় কে দেখা যায়নি। পাশাপাশি মহিষাদল-এর বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর সম্পর্কেও তিনি একটিও বাক্য ব্যায় করেননি। হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মাইতিকে 'চরিত্রহীন' নেতা বলে আখ্যা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী যেখানে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। সেখানে হলদিয়া গেট ভাঙ্গা নিয়ে তার মুখে কোন কথা শোনা যায়নি। পাশাপাশি হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগ প্রসঙ্গেও তিনি কিছুই জানাননি। যা নিয়ে কার্যত হতাশ শিল্পাঞ্চলের শ্রমিকরা।

No comments